Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৭)

সাধারণ বিজ্ঞান

Icon

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ?

ক. ন্যাপথলিন খ. কর্পূর

গ. কঠিন কার্বন ডাইঅক্সাইড ঘ. আয়োডিন

২. কোনটিকে প্রিজারভেটিভস বলা হয়?

ক. সোডিয়াম বেনজয়েট

খ. সোডিয়াম কার্বনেট

গ. সোডিয়াম ব্রোমাইড

ঘ. সোডিয়াম লরাইল সালফোনেট

৩. বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়লে কোনটি ঘটবে?

ক. চাপ বাড়বে খ. চাপ কমবে

গ. ব্যাপন ঘটবে ঘ. নিঃসরণ ঘটবে

৪. নিচের কোনটির ঘন দ্রবণকে ব্রাইন বলে?

ক. HCI খ. LiCl

গ. NaCl ঘ. KCl

৫. কোনটি চুনের পানিকে ঘোলা করে?

ক. NO2 খ. CO গ. SO2 ঘ. CO2

৬. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি উৎপন্ন হয়?

ক. NO খ. N2O গ. NO2 ঘ. N2

৭. কয়লার মূল উপাদান কোনটি?

ক. সালফার খ. নাইট্রোজেন

গ. সিলিকন ঘ. কার্বন

৮. নিচের কোনটিকে জীবদেহের রাসায়নিক কারখানা বলা হয়?

ক. প্লাস্টিড খ. প্রোটোপ্লাজম

গ. টিস্যু ঘ. কোষ

৯. কোভিড-১৯ দ্বারা মানবদেহের কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?

ক. হৃৎপিণ্ড খ. ফুসফুস

গ. লিভার ঘ. কিডনি

১০. ভাইরাসজনিত রোগ কোনটি?

ক. যক্ষ্মা খ. গুটি বসন্ত

গ. কলেরা ঘ. ম্যালেরিয়া

১১. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

ক. হৃদযন্ত্রে খ. বৃক্কে

গ. প্লীহাতে ঘ. ফুসফুসে

১২. পরম শূন্য তাপমাত্রা কোনটি?

ক. ২৭৩° সেন্টিগ্রেড খ. - ২৭৩° ফারেনহাইট

গ. ০° সেন্টিগ্রেড ঘ. ০° কেলভিন

১৩. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

ক. অসীম খ. শূন্য

গ. অতি ক্ষুদ্র ঘ. অনেক বড়

১৪. সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band-

ক. আলাদা থাকে খ. ওভারল্যাপ থাকে

গ. অনেক দূরে থাকে ঘ. কোনোটিই নয়

১৫. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাক্বে

ক. সিলভার ব্রোমাইডের

খ. সিলভার ক্লোরাইডের

গ. অ্যামোনিয়াম ক্লোরাইডের

ঘ. সিলভার ফ্লোরাইডের

১৬. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো-

ক. পিল্লি খ. ফ্ল্যাজেলা গ. শীথ ঘ. ক্যাপসুলস

১৭. কোন জোড়াটি বেমানান?

ক. যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ

খ. হোমিওপ্যাথি : হ্যানিম্যান

গ. ব্যাকটেরিয়া : রবার্ট হুক

ঘ. এনাটমি : ভেসলিয়াস

১৮. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান-

ক. প্রোটিন খ. ক্যালসিয়াম

গ. ভিটামিন ঘ. লবণ

১৯. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

ক. নাইট্রোজেন খ. পটাশিয়াম

গ. অক্সিজেন ঘ. ফসফরাস

২০. ফলিক অ্যাসিডের অন্য নাম কোনটি?

ক. ভিটামিন বি ১২ খ. ভিটামিন বি ৬

গ. ভিটামিন বি ১ ঘ. ভিটামিন বি ৯

উত্তর : ১গ ২ক ৩ক ৪গ ৫ঘ ৬গ ৭ঘ ৮ঘ ৯খ ১০খ ১১গ ১২ঘ ১৩খ ১৪খ ১৫ক ১৬খ ১৭গ ১৮ক ১৯ক ২০ঘ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম