দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * কৃষিশিক্ষা
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা , প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বহুনির্বাচনি প্রস্তুতি
১. কোন বাগ্ধারাটির অর্থ মরা?
√ক. অক্কা পাওয়া খ. কেউকেটা
গ. কান পাতলা ঘ. কেতাদুরস্ত
২. ‘অহরহ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অহঃ+রহ √খ. অহঃ+অহ
গ. অহঃ+অহঃ ঘ. অহ+রহ
৩. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
ক. স্পর্শ খ. পত্তন
√গ. রাষ্ট্র ঘ. ইত্যাদি
৪. বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. দুটি খ. চারটি
গ. ছয়টি √ঘ. সাতটি
৫. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ
গ. মৌলিক শব্দ √ঘ. যোগরূঢ়
৬. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন খ. বর্ণের মিলন
√গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন
৭. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি খ. হিন্দি
গ. উড়িয়া √ঘ. বঙ্গকামরূপী
৮. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন √খ. বিষমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. ব্যঞ্জনবিকৃতি
৯. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
√ক. পাঁচটি খ. আটটি
গ. দশটি ঘ. এগারোটি
১০. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
√ক. লোকটি চোখে দেখে না
খ. ছেলেটি কথা বোঝে না
গ. পাখি ওড়ে
ঘ. সে পথে পথে ভিক্ষা করে
১১. কোনগুলো ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ?
ক. হাটে হাটে √খ. টপাটপ
গ. উড়ু উড়ু ঘ. বারবার
১২. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক্+দান=বাকদান
খ. উৎ+ছেদ=উচ্ছেদ
√গ. পর+পর=পরস্পর
ঘ. সম+সার=সংসার
১৩. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. সমিতি খ. গরু
গ. বীরত্ব √ঘ. গীতাঞ্জলি
১৪. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. গৃহস্থ খ. ছা-পোষা
গ. উপকূল √ঘ. প্রগতি
১৫. কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই খ. সাহেব
√গ. কবিরাজ ঘ. সঙ্গী
১৬. “কাটিতে কাটিতে ধান এল বরষা”।-এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সমকাল √খ. নিরন্তরতা
গ. সমাপ্তি ঘ. সূচনা
১৭. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো/ কোনটি?
√ক. কেতা, পাটি খ. গোটা, টা
গ. খানা, টুকু ঘ. গুলো, গুলি
১৮. ‘রাজার হুকুম’-এটি কোন ধরনের সম্বন্ধ?
√ক. কর্তৃ সম্বন্ধ খ. কর্ম সম্বন্ধ
গ. করণ সম্বন্ধ ঘ. অপাদান সম্বন্ধ
১৯. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? এখানে ‘বিনা’-
ক. উপসর্গ √খ. অনুসর্গ
গ. বিভক্তি ঘ. কারক
২০. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?
ক. যৌগিক ক্রিয়া খ. অসমাপিকা ক্রিয়া
√গ. সমাপিকা ক্রিয়া ঘ. কোনোটিই নয়
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
১ম অধ্যায় : কৃষি প্রযুক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬। কোন ডালের ক্ষেত্রে জমিতে দুই একটি চাষ দেওয়া হয়?
ক. মাষকলাই খ. মুগ গ. মসুর ঘ. অড়হর
২৭। আলুর জমি কতবার চাষ দিতে হয়?
ক. ২-৩ বার খ. ৩-৪ বার গ. ৪-৫ বার ঘ. ৫-৬ বার
২৮। আলু চাষের প্রত্যেকটি নালার গভীরতা কত হতে হয়?
ক. ৮-১০ সে.মি. খ. ১০-১২ সে.মি.
গ. ১২-১৫ সে.মি. ঘ. ১৫-১৬ সে.মি
২৯। আলু চাষে একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব কত সে.মি. হতে হয়?
ক. ৬০ খ. ৫০ গ. ৪০ ঘ. ৩০
৩০। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?
ক. সেচ খ. সার প্রয়োগ গ. ভূমি কর্ষণ ঘ. বীজ রোপণ
৩১। খনার বচন অনুসারে মুলার জন্য কয়টি চাষ দিতে হয়?
ক. ষোলোটি খ. পনেরোটি গ. বারোটি ঘ. আটটি
৩২। ‘বিনা চাষ’ প্রথা প্রচলন হয়েছে কোন চাষের ধারণা থেকে?
ক. মুলা খ. তুলা গ. ধান ঘ. পান
৩৩। কোন ধরনের মাটিতে ৫-৬ বার চাষের প্রয়োজন হয়?
ক. দোআঁশ মাটি খ. বেলে মাটি গ. কাদা মাটি ঘ. পলি মাটি
৩৪। মাটির নিচের পোকাগুলো হলো
i. উইপোকা ii. উরচুঙ্গা iii. পিপীলিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। দোআঁশ মাটি কয়বার চাষ ও মই দিলে ভূমি কর্ষণ ফসল উৎপাদন উপযোগী হয়?
ক. ২-৩ বার খ. ৩-৪ বার গ. ৪-৫ বার ঘ. ৫-৬ বার
৩৬। খনার বচন অনুসারে-
i. আট চাষে তুলা ii. বিনা চাষে পান iii. দুই চাষে ধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। জমি চাষের বিবেচ্য বিষয়গুলো হলো-
i. ফসলের প্রকার ii. মাটির প্রকার iii. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। ভূমিক্ষয় কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩৯। প্রাকৃতিক ভূমিক্ষয়কে কয় শ্রেণিতে বিভক্ত করা যায়?
ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই
৪০। বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে যে ভূমিক্ষয়গুলো দেখতে পাওয়া যায়-
i. বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয় ii. আস্তরণ ভূমিক্ষয় iii. রিল ভূমিক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় দেখা যায়?
ক. রিল ভূমিক্ষয় খ. গলি ভূমিক্ষয়
গ. আস্তরণ ভূমিক্ষয় ঘ. বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়
৪২। জুমচাষ কোন এলাকার ফসল চাষ পদ্ধতি?
ক. পাহাড়ি খ. সমতল গ. উপকূলীয় ঘ. বরেন্দ্র
৪৩। রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের কততম ধাপ?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
৪৪। কোন ভূমিক্ষয় থেকে নালা বা গালি ভূমিক্ষয়ের উদ্ভব?
ক. আস্তরণ ভূমিক্ষয় খ. নদী ভাঙনজনিত ভূমিক্ষয়
গ. বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয় ঘ. রিল ভূমিক্ষয়
৪৫। বাংলাদেশে কোন ধরনের ভূমিক্ষয় ব্যাপক পরিমাণে দেখা যায়?
ক. বায়ুপ্রবাহজনিত খ. বৃষ্টিপাতজনিত
গ. ভূমিঢালজনিত ঘ. চাষজনিত
৪৬। কোন এলাকাটি নদী ভাঙনপ্রবণ অঞ্চল?
i. চাঁদপুর ii. নারয়ণগঞ্জ iii. সিরাজগঞ্জ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭। খাদ্য উৎপাদনের জন্য মানুষ কোনটিকে যথেচ্ছা ব্যবহার করছে?
ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. গাছপালা
৪৮। ভূমিক্ষয়ের প্রকৃত কারণ কী?
ক. ভূমিধস খ. পাহাড় কাটা গ. বায়ুপ্রবাহ ঘ. মানুষ নিজে
৪৯। পাহাড়ের ঢালের আড়াআড়ি সমন্বিত লাইনে চাষ পদ্ধতিকে কী বলে?
ক. স্বাভাবিক চাষ পদ্ধতি খ. কন্টোর চাষ পদ্ধতি
গ. জুম চাষ পদ্ধতি ঘ. পাহাড়ি ঢাল চাষ পদ্ধতি
৫০। বাংলাদেশের যেসব এলাকায় জুম চাষ হয়-
i. বান্দরবান ii. খাগড়াছড়ি iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ২৬গ ২৭ঘ ২৮খ ২৯ক ৩০গ ৩১ক ৩২ঘ ৩৩গ ৩৪ঘ ৩৫খ ৩৬ক ৩৭ঘ ৩৮ক ৩৯ঘ ৪০গ ৪১খ ৪২ক ৪৩খ ৪৪ঘ ৪৫খ ৪৬গ ৪৭ক ৪৮ঘ ৪৯খ ৫০গ।
