Logo
Logo
×

টিউটোরিয়াল

উক্তি: ফিলিপ ম্যাসিঞ্জার

Icon

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্য তার জীবনে কখনোই আসে না।

* জ্ঞানী হও। এত উপরে উঠবে না, যেখান থেকে পড়ে যাওয়ার ভয় থাকে। ওপরে উঠার জন্য আনত থাক।

* সে বীর নয়, যে মৃত্যুকে ভয় পায়। বরং সেই বীর, যে দুর্দশাকে সাহসের সঙ্গে বরণ করে নেয়।

* সন্দেহ হলো হারিয়ে যাওয়ার চেয়ে খারাপ।

* একটি ইচ্ছুক মন একটি কঠিন যাত্রাকে সহজ করে তোলে।

* সত্যিকারের সম্মান কখনো জায়গার মাধ্যমে পাওয়া যায় না। এমনকি নিজে প্রত্যাহার করলেও তাকে দেওয়া সম্মান কখনো হারায় না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম