Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৮)

বাংলা ভাষা ও সাহিত্য

Icon

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. ‘অমৃত’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. তিক্ত খ. বিষাক্ত

গ. গরল ঘ. বিরল

২. ‘শূন্যপুরাণ’-এর রচয়িতা কে?

ক. ঘনরাম চক্রবর্তী খ. লায়ূধ মিশ্র

গ. ময়ূরভট্ট ঘ. রামাই পণ্ডিত

৩. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক. দধিচী খ. ছান্দসিক

গ. শ্রদ্ধাঞ্জলি ঘ. পরিপক্ব

৪. চর্যাপদে মানবের সাথে কোনটির তুলনা করা হয়েছে?

ক. নদী খ. বৃক্ষ গ. সূর্য ঘ. চাঁদ

৫. ‘চালাক’-এর বিশেষ্য পদ কোনটি?

ক. চাতুর্য খ. চালাকি

গ. চতুরতা ঘ. চাতুরী

৬. মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?

ক. মুকুন্দরাম চক্রবর্তী

খ. ভারতচন্দ্র রায় গুণাকর

গ. আলাওল

ঘ. শাহ মুহম্মদ সগীর

৭. ‘চশমা’ কোন ভাষার শব্দ?

ক. আরবি খ. পর্তুগিজ

গ. ফারসি ঘ. তুর্কি

৮. ‘রত্তনকলিকা আনন্দবর্মা’-এর রচয়িতা কে?

ক. কোরেশী মাগন ঠাকুর খ. আলাওল

গ. দৌলত কাজী ঘ. শমশের আলী

৯. বাংলা বর্ণমালায় ‘পরাশ্রয়ী’ বর্ণ কয়টি?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

১০. ‘নয়নঢুলী’ গল্প গ্রন্থটির রচয়িতা কে?

ক. আবু ইসহাক

খ. সরদার জয়েনউদ্দীন

গ. আলাউদ্দিন আল আজাদ

ঘ. সৈয়দ শামসুল হক

১১. ‘গণনায়ক’ কাব্যনাটকের রচয়িতা কে?

ক. আলাউদ্দীন আল আজাদ

খ. সৈয়দ আলাওল

গ. সৈয়দ শামসুল হক

ঘ. সৈয়দ আলী আহসান

১২. ‘বলপেন’ কার লেখা?

ক. হুমায়ুন আজাদ

খ. হুমায়ূন আহমেদ

গ. তৌকির আহমেদ

ঘ. শামসুল হক

১৩. ‘বঙ্গদূত’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

ক. নীলমণি হালদার

খ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

গ. শেখ আব্দুর রহিম ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

১৪. ‘গাভি বিত্তান্ত’ উপন্যাসটি কার লেখা

ক. আহমদ শরীফ খ. আহমদ ছফা

গ. হুমায়ুন আজাদ ঘ. রফিক আজাদ

১৫. চর্যাপদের আদি কবি কে?

ক. কাহ্নপা খ. কুক্কুরী পা

গ. ভুসুকুপা ঘ. লুইপা

১৬. ‘গুলে বকাওলী’ গ্রন্থটি কার লেখা?

ক. নওয়াজিশ খান খ. সাবিরিদ খাঁ

গ. আলাওল ঘ. মালাধর বসু

১৭. ব্রজবুলি বলতে কী বোঝায়?

ক. ব্রজধামে কথিত ভাষা

খ. বাংলা ও হিন্দির যোগফল

গ. এক রকম কৃত্রিম কবিভাষা

ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা

১৮. ‘বেহুলা’ কোন মঙ্গলকাব্যের চরিত্র?

ক. অন্নদামঙ্গল খ. ধর্মমঙ্গল

গ. চণ্ডীমঙ্গল ঘ. মনসামঙ্গল

১৯. ‘কাশিমের লড়াই’ গ্রন্থটির রচয়িতা কে?

ক. হায়াত মামুদ

খ. দৌলত উজিরবাহরাম খান

গ. জাফর হামিদ

ঘ. শেখ সেরবাজ চৌধুরী

২০. ‘ইতিহাসমালা’ গ্রন্থটির লেখক কে?

ক. উইলিয়াম কেরি খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঘ. রামরাম বসু

উত্তর : ১গ ২খ ৩ক ৪খ ৫খ ৬খ ৭গ ৮খ ৯খ ১০খ ১১গ ১২খ ১৩ক ১৪খ ১৫ঘ ১৬ক ১৭গ ১৮ঘ ১৯ঘ ২০ক।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম