Logo
Logo
×

টিউটোরিয়াল

পরিকল্পনামাফিক প্রস্তুতি নাও

Icon

ড. ব্রাদার লিও পেরেরা, অধ্যক্ষ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা রইল। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ালেখার আনুষ্ঠানিক লিখিত মূল্যায়ন সন্নিকটে। আমি আশা করছি প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমভিত্তিক পড়ালেখাসংশ্লিষ্ট কার্যক্রম ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তোমরা চূড়ান্ত সামষ্টিক মূল্যায়ন তথা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুত। শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিশ্বের বর্তমান সময়ের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী জীবন ও জীবিকার জন্য তৈরি করা। শ্রেণির কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক ও অন্যান্য হাতের কাজ শিক্ষার্থীদের জ্ঞানার্জন, ভালো ফল, বিভিন্ন মূল্যবোধ, গুণ ও দক্ষতা অর্জন করতে ও জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে তোমাদের সক্ষম করে তুলেছে। তোমাদের বর্তমান বছরের এইচএসসি পরীক্ষা পরিমার্জিত পাঠ্যসূচির ভিত্তিতে অনুষ্ঠিত হবে; তথাপি, তোমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি আমলে নিয়েই পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া বাঞ্ছনীয়।

পরীক্ষার সামগ্রিক প্রস্তুতির এ দিনগুলোতে তোমাদের পাঠ্যপুস্তক ও মূল বইয়ে সব বিষয়বস্তু ভালোভাবে একাধিকবার পড়ে বুঝতে ও জানতে হবে; সামগ্রিক ধারণা রাখতে হবে যেন যে কোনো ধরনের প্রশ্ন এলে উত্তর লিখতে পার। যে বিষয়গুলো অস্পষ্ট বা কম বোঝ সেগুলো সঠিকভাবে জানবে। পরিকল্পনামাফিক নিয়মিত পড়বে ও সময় বেঁধে লেখার চর্চা করবে যেন লেখা সুন্দর, বানান শুদ্ধ ও খাতা পরিচ্ছন্ন হয়।

পরীক্ষার হলে প্রয়োজনীয় সব সামগ্রী-কলম, পেনসিল, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, মার্কার, ঘড়ি, ইত্যাদি-নিয়ে যাবে, যেন কারও কাছে চাইতে না হয়। কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না। পরীক্ষার খাতায় সব তথ্য নির্ভুলভাবে লিখবে। নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বে ও সঠিক উত্তরগুলো চিহ্নিত করবে। নিশ্চিত উত্তর না জানলে তাড়াহুড়া বা দুশ্চিন্তা না করে চিন্তা করে সঠিক উত্তর চিহ্নিত কর। সৃজনশীল ও বড় প্রশ্নগুলো ভালোভাবে পড়বে সবচেয়ে জানা উত্তর দিয়ে শুরু করবে। প্রশ্ন ও সময় অনুপাতে সব প্রশ্নের উত্তর লিখবে ও জমা দেওয়ার আগে উত্তরগুলো আবার পড়বে। প্রশ্নের উত্তরগুলো যৌক্তিক, প্রাসঙ্গিক ও মৌলিক হতে হবে। বিভিন্ন বিষয়ের ধরন অনুযায়ী-ভাষা, গণিত, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক-এর প্রশ্নের ধরন ও উত্তর লেখার বৈশিষ্ট্য ভিন্ন। এ বিষয়গুলো বিবেচনা করেই প্রস্তুতি ও উত্তর লিখতে হবে। অপ্রয়োজনীয় তথ্য দিয়ে উত্তর বড় করবে না ও খাতায় কোনো কাটাকাটি ও ঘষামাজা করবে না। উত্তরের প্রয়োজন অনুযায়ী ছবি, চিত্র, মানচিত্র, চার্ট ও ডাটা সংযোজন করবে। প্র্যাক্টিক্যাল বা ল্যাব পরীক্ষার আগে খাতাগুলো সঠিক ও সুন্দরভাবে তৈরি করবে ও সম্ভব হলে প্র্যাক্টিস ল্যাবে করবে।

পরীক্ষার জন্য শারীরিক, মানসিক ও আবেগিকভাবে সুস্থ থাকা খুবই প্রয়োজন। শারীরিক ও মানসিক বিশ্রাম, সুষম খাদ্য গ্রহণ জরুরি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম