নিয়মমাফিক অনুশীলন চালিয়ে যাও
মোহাম্মদ জিয়াউল আলম, অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
* এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রকাশিত রুটিন অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব নির্দেশনা সম্পর্কে ধারণা রাখবে যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পারো। জেনে রাখা ভালো, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল বহন বা ব্যবহার একদম নিষিদ্ধ। তবে এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করতে পারবে। নিয়ম অনুযায়ী আধাঘণ্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে এবং সব নিয়ম মেনে ভদ্রতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
* হাতে অনেক সময় আছে এমনটা ভেবে শেষ সময়ের প্রস্তুতিকে বিলম্বিত করা যাবে না বরং বেশি কমন বিষয়গুলো মনোযোগসহ রিভিশন করো। পড়ার ক্ষেত্রে একটানা না পড়ে সময় ভাগ করে পড়তে পারে তাতে একঘেয়েমি বা ক্লান্তি ভর করবে না। সময় ভাগ করে এবং বিষয়বৈচিত্র্য এনে পড়লে ও লিখলে সহজে আয়ত্ব করা যাবে। এ সময় পড়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে বিষয়ভিত্তিক স্যারদের সাজেশনটি লক্ষ করবে যার ফলে প্রস্তুতি গ্রহণ আরও সহজ হবে।
* নিয়মমাফিক অনুশীলন করবে এবং লিখবে কারণ অনুশীলন ও লেখা পরীক্ষার ব্যাপারে তোমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। মূল বইটি পড়বে এবং নিজের ভাষায় নোট লিখে তা আয়ত্বে আনার চেষ্টা করবে-এটা সহজে মনে রাখার একটা উপায়। যদি কোনো বিষয়ে নিজেকে দুর্বল মনে হয় তবে স্যারদের সহায়তায় এখনই তা কাটিয়ে উঠতে হবে এবং আলাদাভাবে ওই বিষয়টিকে রিভিশন করতে হবে।
* আমাদের দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা অনুযায়ী একজন শিক্ষার্থীর জন্য এইচএসসি পরীক্ষা বিশেষভাবে গুরুত্ব বহন করে কারণ এ ধাপটি পেরিয়ে শুরু হয় উচ্চতর শিক্ষার প্রস্তুতি।
