সময়কে সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করবে
মাজেদা বেগম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। পরীক্ষা শব্দটি আমাদের ভীতির সঞ্চার করলেও আমি জানি পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেদের অর্জিত জ্ঞানকে যাচাই করতে প্রস্তুত। এখন রিভিশন চলছে। নিশ্চয় রুটিন পেয়েছ। বিভাগ অনুযায়ী বিষয়গুলো তারিখ ও সময় রুটিনে চিহ্নিত করে রাখবে। যেহেতু পরীক্ষার অল্প কয়েক দিন মাত্র বাকি, তাই প্রস্তুতি এবং রিভিশনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মনে রাখবে, এ দুটি বিষয় ভালো ফল অর্জনের পূর্বশর্ত।
পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের অবশ্যই স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখতে হবে। এজন্য বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এগুলো তোমার শক্তি ও মনোবল বাড়াবে। স্বাস্থ্যের ব্যাপারে তোমরা সব সময় সতর্ক থাকবে। তোমাকে অবশ্যই মানসিকভাবে শক্তিশালী অর্থাৎ আত্মবিশ্বাসী হতে হবে। তুমি যা যা পড়েছ তা সঠিকভাবে খাতায় উপস্থাপন করে আসবে, এটাই তোমার কাজ।
পরীক্ষার প্রস্তুতির শুরুতে দরকার একটি পরিকল্পনা। সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তার যথার্থ বাস্তবায়ন ভালো ফলাফলের জন্য আবশ্যকীয় বিষয়। পূর্বে অপচয়কৃত সময়ের কথা ভুলে যাও, সামনে যে সময়টুকু আছে তার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করবে। পরীক্ষায় তিন ঘণ্টার সর্বোত্তম ব্যবহার করতে হবে। এজন্য আগে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। তোমাদের মনে রাখতে হবে তিন ঘণ্টার সর্বোত্তম ব্যবহারই ভালো ফলাফল বয়ে আনবে। কোনো সময় নষ্ট করা যাবে না।
নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আল্লাহর কাছে প্রার্থনা করে পরীক্ষার হলে ঢুকবে। প্রশ্ন কঠিন বা সহজ হোক, বিচলিত হবে না এবং বিশ্বাসের সঙ্গে পরিস্থিতি সামাল দেবে। উত্তরগুলো সঠিকভাবে লিখে আসার চেষ্টা করবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
