Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষা ২০২৫ প্রস্তুতিমূলক বিশেষ আয়োজন

প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা আবশ্যক

Icon

ব্রি. জে. মোহাম্মদ জাবের হোসেন, পিএইচডি

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা

সুপ্রিয় পরীক্ষার্থীরা,

তোমাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমাদের জন্য এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর অনেকটা নির্ভর করছে তোমাদের কাঙ্ক্ষিত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সফলতা। তাই ভালো ফলাফল অর্জন করার লক্ষ্যে পরীক্ষার আগের অবশিষ্ট দিনগুলোর প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা অত্যাবশ্যক।

তোমরা জানো-ভালো পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন ভালো প্রস্তুতি। তাই প্রতিদিনের রুটিন অনুযায়ী সব বিষয়ে সুপরিকল্পিতভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তোমাদের সিলেবাসভুক্ত বিষয়গুলো আত্মস্থ করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বারবার অনুশীলন করবে। যেসব বিষয় তুলনামূলকভাবে কঠিন এবং যেসব বিষয়ে তোমাদের দুর্বলতা আছে, সেগুলো বেশি গুরুত্ব দিয়ে নিয়মিত চর্চা করবে।

ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পারিপাট্য ও পরিচ্ছন্নতা এবং নির্ভুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকে বোঝায়। পরীক্ষার খাতার প্রত্যেক পৃষ্ঠার ওপরে ও বাঁ দিকে কাঠপেনসিল দিয়ে ১ ইঞ্চি পরিমাণ মার্জিন দেবে। প্রশ্নপত্র পাওয়ার পর পুরো প্রশ্নপত্রটি মনোযোগসহকারে অন্তত ১ বার পড়ে নেবে। যেসব প্রশ্নের উত্তর ব্যতিক্রমী এবং তুমি ভালো লিখতে পারবে, সেগুলো টিক চিহ্ন দিয়ে প্রথমে নির্বাচন করবে। এরপর নির্ভুল ও স্পষ্টভাবে প্রশ্নের নম্বর লিখে তা আন্ডারলাইন করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। প্রতিটি উত্তর শেষ হলে সরলরেখায় সমাপ্তি চিহ্ন দেবে।

পরীক্ষার খাতায় হাতের লেখা সুস্পষ্ট এবং সুন্দর হওয়া বাঞ্ছনীয়। উত্তরপত্রে বেশি কাটাকাটি করা যাবে না। তবে লেখার কোনো অংশ কাটতে হলে তা এক টানে কাটতে হবে। প্রয়োজন অনুযায়ী প্রশ্নের উত্তরে প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র, ডায়াগ্রাম ইত্যাদির ব্যবহার করতে হবে। এগুলো উত্তরের মান বহুলাংশে বৃদ্ধি করে। পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখার অভ্যাস গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিকভাবে বা বাসায় বারবার অনুশীলন করবে। পরীক্ষা শেষ হওয়ার অন্তত ৫-১০ মিনিট আগে উত্তর লেখা শেষ করতে হবে। শেষ ৫-১০ মিনিট অবশ্যই মনোযোগ দিয়ে রিভিশন করে ভুলত্রুটি সংশোধন করবে।

বহুনির্বাচনি/ নৈর্ব্যক্তিক পরীক্ষায় সুচিন্তিতভাবে ঠিক উত্তরের বৃত্ত ভরাট করতে হবে। এক্ষেত্রে প্রশ্নের ক্রমানুসারে একাধারে সব উত্তরের বৃত্ত ভরাট করার পরিবর্তে যেসব প্রশ্নের উত্তর নির্ভুলভাবে জানা আছে, সেগুলোর উত্তরের বৃত্ত আগে ভরাট করতে হবে। এরপর বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে চিন্তা করে অপেক্ষাকৃত ঠিক/নিকটবর্তী উত্তরের বৃত্ত ভরাট করতে হবে। বহুনির্বাচনি/ নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নির্দেশনা অনুসারে অবশ্যই সব উত্তরের বৃত্ত ভরাট করতে হবে।

এ সময় তোমাদের সুস্থ ও স্বাভাবিক থাকা খুবই প্রয়োজন। তাই খাদ্য গ্রহণ, ঘুম কোনো কিছুতেই অনিয়ম করা যাবে না। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। এ ছাড়া যানবাহন ব্যবহার ও বিচরণে সব সময় সচেতন ও সতর্ক থাকতে হবে।

তোমাদের প্রতি আমার সর্বশেষ পরামর্শ হলো-সময়ের অপচয় না করে এবং মোবাইলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা পরিহার করে পরীক্ষার রুটিন অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করো। সম্ভব হলে প্রস্তুতি যাচাইয়ের জন্য বাসায় অনুশীলনমূলক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং তোমরা ভালো ফলাফল অর্জন করে তোমাদের কাঙ্ক্ষিত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করো-মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম