Logo
Logo
×

টিউটোরিয়াল

বানান শুদ্ধ করে লিখবে

Icon

এস. এম. আলমগীর হোসেন, অধ্যক্ষ, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি রইল আমার অশেষ স্নেহাশীষ ভালোবাসা ও আন্তরিক শুভ কামনা। আগামী ২৬ জুন ২০২৫ তারিখ থেকে তোমাদের জীবনের ২য় পাবলিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। নিচে তোমাদের কিছু পরামর্শ দেওয়া হলো যাতে তোমরা খুব সহজেই ভালো ফলাফল অর্জন করতে পার।

* বানান শুদ্ধ করে লিখবে এবং সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটাবে না। * উত্তর লেখার সময় কোনো কাটাকাটি ঘষামাজা কালি ল্যাপ্টানো ইত্যাদি করে লিখবে না। কাটার প্রয়োজন হলে একটান দিয়ে কেটে সঠিক উত্তরটি লিখবে। * পরীক্ষার সৃজনশীল প্রশ্ন হাতে পাওয়ার পর যে প্রশ্নগুলো সবচেয়ে ভালো পার সেগুলো প্রথমে দেবে এবং পর্যায়ক্রমে কম পারা প্রশ্নগুলোর উত্তর দেবে। * যেসব প্রশ্নগুলোতে চিত্র বা তথ্যচিত্র বা মানচিত্র দেওয়া যায় সেসব প্রশ্ন বেশি দিতে চেষ্টা করবে। যেসব প্রশ্নে কেবল তত্ত্বীয় দিক থাকে সেসব প্রশ্ন না দেওয়ার চেষ্টা করবে। * এখন থেকে প্রত্যেক বিষয়কে সুন্দরভাবে বারবার রিভিশন দেবে এবং কোনো প্রশ্ন কঠিন মনে হলে বারবার লিখবে এবং পড়বে এবং তখনই পুরো আয়ত্তে আসবে। * বাসায় বসে রুটিন করে প্রত্যেকটি বিষয়ে পুরো মডেল টেস্ট দেবে এবং প্রত্যেকটি বিষয়ের জন্য ৪-৫টি করে যদি মডেল টেস্ট দিতে পার তবে তোমার বিষয়টি আয়ত্তে চলে আসবে। * পরীক্ষার আগে থেকে বেশি রাত জেগে পড়বে না, স্বাভাবিক রুটিন অনুসারে পড়বে। তা না হলে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। * পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে তার ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে। * পরীক্ষার সময়কে নম্বর হিসাবে বিভাজন করে পরীক্ষা দেবে। কোনো উত্তরকে একেবারে বেশি ছোট করে লিখবে না। * পরীক্ষার উওরপত্রে যেখান থেকে লিখতে বলা হয়েছে সেখান থেকে লেখা শুরু করবে। * বইয়ের ভাষায় হুবহু প্রশ্নের উওর না দিয়ে নিজের ভাষায় উওর গুছিয়ে লিখবে, তবেই অধিক নম্বর পাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম