Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

ক্রিয়া পদ

৩০২. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?

√ক. লোকটি চোখে দেখে না খ. ছেলেটি কথা বোঝে না

গ. পাখি ওড়ে ঘ. সে পথে পথে ভিক্ষা করে

৩০৩. কোন ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?

ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া

√গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

৩০৪. ‘শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন’- বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?

ক. ধ্বনাত্মক ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া

√গ. প্রযোজক ক্রিয়া ঘ. সমধাতুজ ক্রিয়া

৩০৫. কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়াবিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?

ক. দ্বিকর্মক ক্রিয়া খ. মিশ্র ক্রিয়া

√গ. নামধাতুর ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া

৩০৬. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

ক. মাথা ঝিম্ ঝিম্ করছে খ. দই বাসি হলে টকে

√গ. ঘটনাটা শুনে রাখ ঘ. এখন গোল্লায় যাও

৩০৭. সাইরেন বেজে উঠল- এখানে কী বুঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে?

√ক. আকস্মিকতা খ. ব্যাপ্তি গ. সমাপ্তি ঘ. ক্রমশ

৩০৮. যৌগিক ক্রিয়ার গঠনে ‘যা’ ধাতুর ব্যবহারে ‘চা জুড়িয়ে যাচ্ছে’ কোন অর্থের উদাহর?

√ক. ক্রমশ খ. সমাপ্তি গ. অবিরাম ঘ. সম্ভাবনা

৩০৯. “শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।”-কোন ধরনের ক্রিয়া?

ক. নাম ধাতুজ ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া

√গ. যৌগিক ক্রিয়া ঘ. মিশ্র ক্রিয়া

৩১০. “কথাটা ছড়িয়ে পড়েছে”- যৌগিক ক্রিয়া গঠনে ‘পড়্’ ধাতুটির কোন অর্থে ব্যবহার হয়েছে?

ক. সমাপ্তি খ. আকস্মিকতা গ. ক্রমশ √ঘ. ব্যাপ্তি

৩১১. “এখন যেতে পার”-উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. তাগিদ দেয়া অর্থে খ. অভ্যাতা অর্থে

√গ. অনুমোদন অর্থে ঘ. কার্য সমাপ্তি অর্থে

৩১২. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?

ক. ঘটনাটা শুনে রাখ √খ. এখন গোল্লায় যাও

গ. আমরা বই পড়ি ঘ. মা শিশুটিকে খাওয়াচ্ছেন

৩১৩. “আমি এ সংবাদে দুঃখিত হলাম”- এখানে ‘দুঃখিত হলাম’ কোন ক্রিয়ার উদাহরণ?

√ক. মিশ্র ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া

গ. মৌলিক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

৩১৪. ক্রিয়ার ভাব কত প্রকার?

ক. প্রকারবিহীন খ. দুই প্রকার

গ. তিন প্রকার √ঘ. চার প্রকার

৩১৫. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?

√ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব

গ. সাপেক্ষ ভাব ঘ. আকাক্সক্ষা ভাব

৩১৬. সাধারণ ঘটনা বর্ণনা করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের যে ভাব হয় তাকে কী বলে?

ক. ক্রিয়ার ভাব খ. অনুজ্ঞা ভাব

√গ. নির্দেশক ভাব ঘ. সাপেক্ষ ভাব

২১৭. “তিনি গেলে কাজ হবে”- এখানে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. কার্যপরস্পরা √খ. সাপেক্ষতা

গ. বিস্ময়জ্ঞাপক ঘ. সম্ভাবনার বিকল্প

৩১৮. আকাক্সক্ষার ভাব কোনটি?

ক. স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখো খ. মানুষ হও

গ. তুমি আসবে √ঘ. বাংলাদেশ চিরজীবী হউক

৩১৯. “বৃষ্টি আসে আসুক”- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?

ক. সাপেক্ষ ভাব খ. নির্দেশক ভাব

√গ. আকাক্সক্ষা প্রকাশক ভাব ঘ. অনুজ্ঞা ভাব

ঘ. চেষ্টা করা

কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ

৩২০. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?

ক. এক প্রকার খ. দশ প্রকার

√গ. তিন প্রকার ঘ. পাঁচ প্রকার

৩২১. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?

√ক. বচনভেদে খ. পুরুষভেদে

গ. অর্থভেদে ঘ. প্রয়োগভেদে

৩২২. “সন্ধ্যায় সূর্য অস্ত যায়”-উদাহরণটি কোন বর্তমান কালের?

ক. সাধারণ খ. ঘটমান √গ. নিত্যবৃত্ত ঘ.পুরাঘটিত

৩২৩. কোনটি ঐতিহাসিক বর্তমান কালের উদাহরণ?

ক. সন্ধ্যায় সূর্য অস্ত যায় খ. আমি রোজ সকলে বেড়াতে যাই

√গ. বাবরের মৃত্যুর পর √মায়ূন দিল্লীর সিংহাসনে আরোহণ করেন

ঘ. চার আর তিনে সাত হয়

৩২৪. চণ্ডীদাস বলেন, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”- এটি কোন কালের বাক্য?

√ক. সাধারণ অতীত খ. সাধারণ বর্তমান

গ. পুরাঘটিত অতীত ঘ. পুরাঘটিত বর্তমান

৩২৫. “হাসান বই পড়ছে”- কোন বর্তমান কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত খ. সাধারণ √গ.ঘটমান ঘ. পুরাঘটিত

৩২৬. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।- এ বাক্যটি কোন কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত বর্তমান কালের খ. ঘটমান বর্তমান কালের

√গ. পুরাঘটিত বর্তমান কালের

ঘ. সাধারণ বর্তমান কালের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম