Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৯)

সাধারণ বিজ্ঞান

Icon

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. ‘কেপলার-৪৫২বি’ কী?

ক. একটি মহাকাশযান

খ. পৃথিবীর মতো একটি গ্রহ

গ. সূর্যের মতো একটি নক্ষত্র

ঘ. NASA-এর অত্যাধুনিক টেলিস্কোপ

২. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি-

ক. বয়লিং

খ. বেনজিন ওয়াশ

গ. ফরমালিন ওয়াশ

ঘ. কেমিক্যাল স্টেরিলাইজেশন

৩. যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে, তা হলো¡

ক. এইচআইভি/এইডস খ. ম্যালেরিয়া

গ. হাম ঘ. যক্ষ্মা

৪. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়¡

ক. বছরে একবার খ. বছরে দুবার

গ. বছরে তিনবার ঘ. এর কোনোটিই নয়

৫. মকরক্রান্তি রেখা কোনটি?

ক. ২৩°৩০ˊ দক্ষিণ অক্ষাংশ

খ. ২৩°৩০ˊ উত্তর অক্ষাংশ

গ. ২৩°৩০ˊ পূর্ব দ্রাঘিমাংশ

ঘ. ২৩°৩০ˊ পশ্চিম দ্রাঘিমাংশ

৬. ‘এভিকালচার’ কী?

ক. মৎস্য চাষ

খ. পাখিপালনবিদ্যা

গ. মৌমাছি চাষ

ঘ. রেশম চাষ

৭. ‘প্রকৃতির লাঙল’ বলা হয় কাকে?

ক. ইঁদুর খ. কাঁকড়া

গ. শামুক ঘ. কেঁচো

৮. মায়ের গর্ভাবস্থা ও প্রসবকালীন বিপদ কোনটি?

ক. খিঁচুনি খ. বমি

গ. রক্তশূন্যতা ঘ. চোখ ওঠা

৯. নাসা প্রেরিত সর্বশেষ মঙ্গল যান?

ক. ইন্টেগ্রিটি খ. পারসেভারেন্স

গ. কিউরিমিটি ঘ. অপরচুনিটি

১০. ক্যানসার নির্ণয় কৌশল কোনটি?

ক. ইসিজি খ. রেডিওথেরাপি

গ. সিটিস্ক্যান ঘ. এমআরআই

১১. সুস্বাস্থ্যের জন্য একজন স্বাভাবিক মানুষের বডি মাস ইনডেক্স (BMI) কত হওয়া জরুরি?

ক. ১০-১৫ খ. ১৫-২০

গ. ২০-২৫ ঘ. ২৫-৩০

১২. ড্রাইসেল ব্যাটারির তড়িচ্চালক বল কত?

ক. ১.৫ ভোল্ট খ. ১.১ ভোল্ট

গ. ২ ভোল্ট ঘ. ৫ ভোল্ট

১৩. লেবুতে কোন এসিড থাকে?

ক. এসিটিক এসিড

খ. ল্যাকটিক এসিড

গ. সাইট্রিক এসিড

ঘ. টারটারিক এসিড

১৪. ভোজ্যতেলে কোন ভিটামিন থাকে?

ক. ভিটামিন-এ খ. ভিটামিন-বি

গ. ভিটামিন-সি ঘ. ভিটামিন-ডি

১৫. মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক কে?

ক. জর্জ লেমিটার খ. এডুইন হাবল

গ. স্টিফেন হকিং ঘ. জর্জ গ্যামোর

১৬. কোন পদার্থের ঘনত্ব বেশি?

ক. পানি খ. বরফ

গ. গ্লিসারিন ঘ. কেরোসিন

১৭. সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

ক. পিটুইটারি খ. যকৃত

গ. অগ্নাশয় ঘ. থাইরয়েড

১৮. কোনটি দেহকোষ নয়?

ক. স্নায়ুকোষ খ. লোহিত রক্তকণিকা

গ. ত্বককোষ ঘ. শুক্রাণু

১৯. নিচের কোনটি চোখের একমাত্র আলোকসংবেদী অংশ?

ক. পিউপিল খ. আইরিশ

গ. রেটিনা ঘ. অন্ধবিন্দু

২০. ‘হেল-বপ’ ধূমকেতু আবিষ্কৃত হয়-

ক. ১৯৯৩ সালে খ. ১৯৯৭ সালে

গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৪ সালে

উত্তর : ১খ ২ঘ ৩গ ৪খ ৫ক ৬খ ৭ঘ ৮ক ৯খ ১০খ ১১গ ১২ক ১৩গ ১৪ঘ ১৫ক ১৬গ ১৭খ ১৮ঘ ১৯গ ২০গ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম