Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব

১. কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারত উপমহাদেশে আসেন? - ভাস্কো ডা গামা

২. ফরাসি উপনিবেশ কোথায় গড়ে ওঠে? - পন্ডিচেরিতে

৩. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? - ১৭৫৭ সালে

৪. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?

- ১৭৯৩ সালে

৫. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?

- জমিদারদের

৬. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? - ১৭৬৪ সালে

৭. কত সালে আলীবর্দি খানের মৃত্যু হয়? - ১৭৫৬ সালে

৮. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে?

- ১৭০০ সালে

৯. ওলন্দাজরা এ উপমহাদেশে আসে কেন? - বাণিজ্যের জন্য

১০. ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত কত সালে চালু করেন? - ১৭৭২ সালে

১১. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন? - সিনফ্রে

১২. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন ছিল? - বণিক

১৩. কত সালে ওলন্দাজরা ভারতে আসে? - ১৬০২ সালে

১৪. ভাস্কো ডা গামা প্রথমে ভারতের কোন বন্দরের এসেছিল?

- কালিকট

১৫. ভাস্কো ডা গামা কত সালে ভারতীয় উপমহাদেশে আসেন?

- ১৪৯৮ সালে

১৬. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়? - ১৭৭০ সালে

১৭. ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন? - সুরাটে

১৮. পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন? - শওকত জং

১৯. দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?

- বিয়ের যৌতুক হিসাবে

২০. পলাশীর যুদ্ধে নবাবের পতনের পর সিংহাসনে কে বসেন?

- মীরজাফর

ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন

১. কে লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন? - হাজী শরীয়তউল্লাহ

২. বাঁশের কেল্লা কত সালে নির্মিত হয়? - ১৮৩১ সালে

৩. ফরায়েজি আন্দোলন প্রথমে শুরু হয় কোন আন্দোলন হিসাবে? - ধর্মীয় সংস্কার

৪. তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন?

- ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য

৫. সতীদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান কে?

- রাজা রামমোহন রায়

৬. কৃষক ও জমিদার ফরায়েজি আন্দোলনে যোগ দেন কেন?

- নীল করের নির্যাতন থেকে বাঁচার জন্য

৭. উনবিংশ শতকে মুসলিম মনীষী মুসলমানদের কোন ভাষা শিক্ষার উৎসাহ দিয়েছেন? -ইংরেজি

৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্ব কোনটি?

- সামাজিক সংস্কার

৯. রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতিত্ব কোনটি?

- ইংরেজি শিক্ষার প্রসার

১০. সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? - ভবানী পাঠক

১১. একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?

- হেনরি লুই ডিরেজিও।

১২. ডিরেজিও সম্পাদিত পত্রিকার নাম কী? - হিসপাবাস

১৩. রেনেসাঁ শব্দের অর্থ কী? - নবজাগরণ

১৪. হাজী শরীয়তউল্লাহ ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন কেন? - কারণ ইংরেজরা ছিল প্রজা নির্যাতনকারী

১৫. কে বাংলা গদ্য সাহিত্যকে নবজীবন দান করেন?

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৬. ফকির মজনু শাহ কত সালে মৃত্যুবরণ করেন? -১৭৮৭ সালে

১৭. কোন কারণে হাজী মুহম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত?

- দানশীলতার জন্য

১৮. কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? - ১৮৫৬ সালে

১৯. নীল কমিশন কখন গঠিত হয়? - ১৮৬১ সালে

২০. বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন? - ১৮৮০ সালে

সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ

১. তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগম কী খেতাব পেয়েছিলেন? - বীর প্রতীক

২. কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করেন কে?

- পণ্ডিত রবি শশংকর

৩. রায়ের বাজার বদ্ধভূমির সন্ধান পাওয়া যায় কত সালে?

-১৯৭১ সালে

৪. জর্জ হ্যারিসন কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেন? - গান গেয়ে বিশ্বজনমত সৃষ্টি করে

৫. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? - মঈনুল হোসেন

৬. আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসে? - ইয়াহিয়া খান

৭. কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়?

- চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে

৮. ভারতের ত্রিপুরায় কী পরিমাণ শরণার্থী আশ্রয় নিয়েছিল?

-১৪ লাখ

৯. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা?

- ছাত্ররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম