দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ভূগোল ও পরিবেশ * পদার্থবিজ্ঞান
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
ভূগোল ও পরিবেশ
সৃজনশীল নৈর্ব্যক্তিক
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৬। রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা নিয়ে আলোচনা করে?
ক. মানব ভূগোল খ. প্রাকৃতিক ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল ঘ. অর্থনৈতিক ভূগোল
১৭। পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন জানতে হলে পাঠ করতে হবে কোনটি?
ক. পরিবেশ বিজ্ঞান খ. ভূগোল ও পরিবেশ
গ. সামাজিক বিজ্ঞান ঘ. পরিবেশ ও প্রকৃতি
১৮। কোনটি গাণিতিক ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা খ. উদ্ভিদ ও জীবজন্তু
গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ঘ. শহরের ক্রমবিকাশ
১৯। কোনটির মাধ্যমে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে?
ক. অন্তঃক্রিয়ার মাধ্যমে খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ. বহিঃক্রিয়ার মাধ্যমে ঘ. সাধারণ ক্রিয়ার মাধ্যমে
২০। কোনটি সামাজিক ভূগোলের আওতাভুক্ত?
ক. সময় গণনা খ. কৃষিকাজ
গ. জনসংখ্যা ঘ. জনপদ তৈরি
২১। ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে-
i. প্রকৃতি ii. শক্তি iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
নাঈম ছোট একটি বনভূমি কেটে মার্কেট তৈরি করলেন এবং পুকুর ভরাট করে বাড়ি বানালেন ।
২২। নাঈমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. অর্থনৈতিক ভূগোল খ. মানব-ভূগোল
গ. সামাজিক ভূগোল ঘ. জনসংখ্যা ভূগোল
২৩। উল্লেখিত কর্মকাণ্ডটি হলো-
i. গ্রামের ক্রমবিকাশ ii. নগরায়ণ iii. জনপদ তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। মানুষের ক্রিয়াকলাপ তার পরিবেশকে-
i. স্থির রাখে ii. পরিবর্তন করে iii. ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিশেষ জ্ঞান প্রয়োজন?
ক. ভূগোল ও পরিবেশ খ. প্রকৃতি ও বিজ্ঞান
গ. সামাজিক জ্ঞান ঘ. পারিপার্শিক জ্ঞান
২৬। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে?
ক. ১৯৬০ খ. ১৯৬৪ গ. ১৯৬৫ ঘ. ১৯৭০
২৭। ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান- উক্তিটি কার?
ক. হামবোল্ট খ. টলেমি
গ. ইরাটস থেরিস ঘ. কার্লরিটার
২৮। মানুষের তৈরি পরিবেশকে কী বলা হয়?
ক. ভৌত পরিবেশ খ. প্রাকৃতিক পরিবেশ
গ. অসামাজিক পরিবেশ ঘ. সামাজিক পরিবেশ
২৯। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. শিক্ষা ii. রাজনীতি iii. মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। শিল্প উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক?
ক. অর্থনীতি খ. ভূগোল গ. সমাজ বিজ্ঞান ঘ. রাষ্ট্র বিজ্ঞান
৩১। ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় হলো-
র. রেশম চাষ বিদ্যা ii. ভূমিরূপ বিদ্যা iii. সমুদ্র বিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। আলো, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি কোন পরিবেশের উপাদান?
ক. জীব খ. জড় গ. সজীব ঘ. জৈব
উত্তর : ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.খ ২২.গ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ঘ ৩০.খ ৩১.গ ৩২.খ।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
ভৌত রাশি এবং পরিমাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭১। Fitration শব্দের অর্থ কী? - পরিশ্রুতন।
৭২। Distillation শব্দের অর্থ কী? - পাতন।
৭৩। জ্যোতির্বিদ্যা গবেষণার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কী? - সেক্সট্যান্ট।
৭৪। বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন কে?
- আব্দুল্লাহ ইবনে মুসা আল খোয়ারিজমি।
৭৫। ‘অ্যালজেবরা’ শব্দের উৎপত্তি কোথা থেকে?
- ‘আল জিবর ওয়াল মুকাবিলা’ এর নাম থেকে।
৭৬। গ্রহ-নক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য অ্যাস্ট্যোল্যাব যন্ত্র আবিষ্কার করেন কে?
- আব্দুল্লাহ ইবনে মুসা আল খোয়ারিজমি।
৭৭। আল হাকিম কোথাকার খলিফা ছিলেন? - কায়রোর।
৭৮। কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোকরশ্মি পাঠায়- এ কথা বিশ্বাস করতেন কে? - টলেমী।
৭৯। সেক্সট্যান্ট আবিষ্কার করেন কে? - আল খুজান্দী।
৮০। আপতন কোণ প্রতিসরণ কোণের সমানুপাতিক কিসের বেলায় সত্য?- ক্ষুদ্র কোণের বেলায়।
৮১। ম্যাগনিফাইং গ্লাস শব্দের অর্থ কী? - আতশী কাচ।
৮২। কে পদার্থের অবিভাজ্য এককের নাম দেন পরমাণু?
- ডেমোক্রিটাস।
৮৩। পৃথিবীর ব্যাস থেকে পরিধি নির্ণয় করতে হলে কিসের মান জানতে হয়? - পাই এর মান।
৮৪। House of Science বা বিজ্ঞানাগার নির্মাণ করেন কে? - আল হাকিম।
৮৫। কত সালে বিজ্ঞানাগার নির্মিত হয়? - ৯৯৫ সালে।
৮৬। কেপলার কত সালে জন্মগ্রহণ করেন? - ১৫৭১ সালে।
৮৭। রয়েল একাডেমির প্রতিষ্ঠকাল কত? - ১৬৬০ সাল।
৮৮। ‘বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনার যথার্থ কারণের অনুসন্ধান’ একথা কে বলেছেন? - অ্যালবার্টাস ম্যাগনাস ।
৮৯। বিজ্ঞান কী?
- বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনার যথার্থ কারণ অনুসন্ধান।
৯০। কোন সালে X-ray আবিষ্কৃত হয়? - ১৮৯৫।
৯১। নিউটন কোন একক? - নিউটন লব্ধ একক।
৯২। আলোর বেগ প্রথম কে নির্ণয় করেন?
- ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী ওলফ রোমার।
৯৩। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয়-
-ভার্নিয়ার ধ্রুবক
৯৪। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আছে এটি দেখান কে?
- হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড।
৯৫। তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে সংকেত পাঠানোর ব্যবস্থা উদ্ভাবন করেন কে এবং কত সালে?
- মার্কনী ১৮৯৬ সালে।
৯৬। এক্সরে আবিষ্কার করেন কে? - রন্টজেন।
৯৭। শিল্প বিল্পব কী?
- অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত শিল্প ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন সংঘটিত হয়। এ অপূর্ব পরিবর্তনকে শিল্প বিল্পব বলে।
৯৮। কত সালে কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
- ১৮৯৬ সালে হেনরী বেকরেল ।
৯৯। অ্যাস্ট্রোল্যাবা নামক যন্ত্র আবিষ্কার করেন কে?
- মুসলিম জ্যোতির্বিজ্ঞানী আল বাত্তানী ও আল ফাজারী।
১০০। আপেক্ষিক তত্ত্ব কার? - আলবার্ট আইনস্টাইনের।
১০১। গতি বিষয়ক গাণিতিক সূত্র ও দোলকের সূত্র প্রদান করেন কে? - গ্যালিলিও।
১০২। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি?
- মৌলিক রাশি সাতটি।
১০৩। পদার্থবিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম কোন দেশের অধিবাসী ছিলেন? - পাকিস্তান।
১০৪। মাইক্রোমিটার কী?
- মাইক্রোমিটার হলো দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক।
১০৫। যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয়?
- পরীক্ষার শুরুর আগে
১০৬। আলো এক প্রকার তাড়িতচৌম্বক তরঙ্গ- উক্তিটি কার? - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
১০৭। History of Nature গ্রন্থের লেখক কে?
- আল-মাসুদী।
১০৮। ইউরোনিয়ামের তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
- বিজ্ঞানী বেকরেল।
১০৯। কোন শব্দ থেকে কেমিস্ট্রি নামের উদ্ভব?
- আরবি শব্দ ‘আলকেমি’ থেকে কেমিস্ট্রি নামের উদ্ভব।
১১০। পদার্থের স্থিতিস্থাপকতার ধর্ম অনুসন্ধান করেন কে?
- রবার্ট হুক।
১১১। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
- রজার বেকন।
১১২। ভার্নিয়ার সমপাতনকে কী দ্বারা প্রকাশ করা হয়?- V
