দশম শ্রেণির শিক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পৌরনীতি ও নাগরিকতা
সৃজনশীল নৈর্ব্যক্তিক
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬। পরিবারের অভিভাবকের ভূমিকা পালন করেন কে?
i. মা-বাবা
ii. নানা-নানি
iii. বড় ভাই-বোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
২৭। সমাজের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
২৮। যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা’- কার উক্তি?
ক. টলস্টয় খ. জনলক
গ. অ্যারিস্টটল ঘ. সক্রেটিস
২৯। কোনটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান?
ক. রাষ্ট্র খ. সমাজ
গ. পরিবার ঘ. বিদ্যালয়
৩০। পৃথিবীতে ছোট-বড় মিলিয়ে কয়টি রাষ্ট্র রয়েছে?
ক. প্রায় ১০০টি খ. প্রায় ১৫০টি
গ. প্রায় ২০০টি ঘ. প্রায় ২৫০টি
৩১। অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি উপাদান পাওয়া যায়?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৩২। কোনটি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান?
i. জন সমষ্টি
ii. খনিজ সম্পদ
iii. সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। ভারতের জনসংখ্যা কত?
ক. ১১১ কোটি খ. ১২১ কোটি
গ. ১৩১ কোটি ঘ. ১৫১ কোটি
৩৪। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক. ২০১০ খ. ২০১২
গ. ২০১৫ ঘ. ২০১৭
৩৫। বাংলাদেশের চেয়ে রাষ্ট্রের ক্ষেত্রফল বড় কোনটির?
i. গণচীন ii. ভারত
iii. কানাডা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৬। কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৩৭। বাংলাদেশে কী ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?
ক. সংসদীয় সরকার খ. রাষ্ট্রপতি-শাসিত সরকার
গ. এক নায়কতান্ত্রিক সরকার গ. রাজতান্ত্রিক সরকার
৩৮। সার্বভৌমত্বের কয়টি দিক রয়েছে?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯-৪০ নং প্রশ্নের উত্তর দাও:
নুরজাহান বেগম অবসর সময়ে বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। এ কাজে তার ভালো লাভ হয়। জামিলা তার কাছে ঝুড়ি তৈরি করা শিখে নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুড়ি তৈরি করেন।
৩৯। নুরজাহান বেগমের কাজটি পরিবারের কোন ধরনের কাজ?
ক. শিক্ষামূলক খ. বিনোদনমূলক গ. অর্থনৈতিক ঘ. মনস্তাত্ত্বিক
৪০। নুরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রোযোজ্য?
ক. শুধু নিজের সচ্ছলতা বৃদ্ধি করা
খ. তার গ্রামের মানুষকে কর্মক্ষম করে তোলা
গ. বাঁশের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করা
ঘ. আত্মকর্মসংস্থান সৃষ্টি করা
৪১। সরকার পরিচালনার জন্য রয়েছে-
i. আইন বিভাগ
ii. বিচার বিভাগ
iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২। কোনটি একটি বিমূর্ত ধারণা?
ক. সরকার খ. রাষ্ট্র গ. জনগণ ঘ. ভূ-খণ্ড
উত্তর : ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.গ ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.গ ৪০.ঘ ৪১.ঘ ৪২.খ।
