Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র * জীববিজ্ঞান

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

বহুনির্বাচনি প্রস্তুতি

১. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?

ক. সাধিত ধাতু খ. সংযোগমূলক ধাতু

গ. নাম ধাতু √ঘ. প্রযোজক ধাতু

২. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?

ক. মালিক অর্থে খ. জাত অর্থে

গ. ব্যবসায় অর্থে √ঘ. ভাব অর্থে

৩. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?

ক. আ, সু, অব, আড় খ. ফি, নি, বি, সু

√গ. অজ, অনা, আন, ইতি, পাতি

ঘ. কু, বি, প্র, নি

৪. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’- এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে?

ক. উপসর্গ √খ. অনুসর্গ

গ. ক্রিয়াবাচক বিশেষ্য ঘ. প্রকৃতি ও প্রত্যয়

৫. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?

√ক. কর্মকারক খ. করণ কারক

গ. সম্প্রদান কারক ঘ. কর্তৃকারক

৬. “হনন করার ইচ্ছা”-কে এক কথায় কী বলে?

√ক. জিঘাংসা খ. জিগীষা গ. দিদৃক্ষা ঘ. জগুপ্সা

৭. “জিজ্ঞাসিব জনে জনে”- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে ৭মী √খ. কর্মে ৭মী

গ. অধিকরণে ৭মী ঘ. অপাদানে ৭মী

৮. বাক্যের একক কোনটি?

ক. উক্তি খ. বিভক্তি

√গ. শব্দ ঘ. উপসর্গ

৯. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?

ক. উক্তি √খ. বাচ্য

গ. ভাষান্তর ঘ. বিভক্তি

১০. ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোন্টি?

√ক. হাতি খ. হাত

গ. হরিণ ঘ. সমুদ্র

১১. সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে?

√ক. বিশেষ্যের পূর্বে খ. বিশেষণের পূর্বে

গ. বিশেষ্যের পরে ঘ. বিশেষণের পরে

১২. ছিটা, শিখা, ঝিমা, চিরা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?

ক. ঘুরা খ. নি

গ. লাফা √ঘ. ফিরা

১৩. “কান্নায় শোক মন্দীভূত হয়”- ‘কান্নায়’ কোন কারক?

ক. অপাদান কারক খ. কালাধিকরণ

√গ. ভাবাধিকরণ ঘ. আধারাধিকরণ

১৪. “বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?”- এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

ক. সঙ্গে খ. প্রয়োজন

গ. নিমিত্তে √ঘ. ব্যতিরেকে

১৫. “এদেশের মাঝে একদিন সব ছিল”- এ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

√ক. একদেশিক/ঐকদেশিক খ. মধ্যে অর্থে

গ. ব্যাপ্তি অর্থে ঘ. নিমিত্ত অর্থে

১৬. আকাঙ্ক্ষার ভাব কোনটি?

ক. স্বাস্থ্যের প্রতি লক্ষ রেখ খ. মানুষ হও

গ. তুমি আসবে √ঘ. বাংলাদেশ চিরজীবী হউক

১৭. ‘শাপেবর’ বাগধারাটি দ্বারা কী অর্থ বোঝায়?

ক. উভয় সংকট খ. চির অশান্তি

√গ. অনিষ্টের ইষ্ট লাভ ঘ. দুঃসাধ্য বস্তু

১৮. “বাঁশি বাজে ঐ মধুর লগনে।”- এটা কোন বাচ্যের উদাহরণ?

√ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য

গ. কর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য

১৯. প্রত্যক্ষ উক্তিতে এখানে পরোক্ষ উক্তিতে কী হয়?

ক. ওখানে √খ. সেখানে

গ. ঐখানে ঘ. এইখানে

২০. ‘ঘুরা’-এর আদিগণ কোনটি?

ক. ঝিমা খ. খোঁচা

√গ. উঁচা ঘ. দৌড়া

জীববিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

জীবকোষ ও টিস্যু

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। প্রতিটি জীবদেহ কী দিয়ে গঠিত? - কোষ

২। কোষ কে আবিষ্কার করেন? - রবার্ট হুক

৩। জীবদেহের ভৌত ভিত্তি কী? - প্রোটোপ্লাজম

৪। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

- ১৬৬৫ সালে

৫। রোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সংজ্ঞায়িত করেছেন? - ১৯৬৯ সালে

৬। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা জননকোষের কত গুণ? - দ্বিগুণ

৭। প্লাস্টিড কয় প্রকার? - ৩ প্রকার

৮। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? - গ্রানা

৯। কোষঝিল্লি কী দ্বারা গঠিত? - লিপিড ও প্রোটিন

১০। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?

- লিপিড ও প্রোটিন

১১। মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেন? - বেনডা

১২। কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?

- ১৮৯৮ সালে

১৩। সাইটোপ্লাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে? - এক্টোপ্লাজম

১৪। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে?

- ক্রিস্টি

১৫। শ্বসনের প্রধান ধাপ কয়টি? - ২টি

১৬। শ্বসনের ক্রেব্স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? - মাইটোকন্ড্রিয়া

১৭। ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন প্লাস্টিডে?

- ক্লোরোপ্লাস্ট

১৮। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?

- মাইটোকন্ড্রিয়াকে

১৯। আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু? - রাইবোজোম

২০। নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে? - নিউক্লিওপ্লাজম

২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়? - রাইবোজোমে

২২। দেহের আকার, গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?

- অস্থিকোষ

২৩। মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে? - ৩ ধরনের

২৪। আমাদের লেখা, হাঁটাচলা ও নড়াচড়ায় সাহায্য করে কোন কোষ? - পেশিকোষ

২৫। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে? - উড-প্যারেনকাইমা

২৬। সরল টিস্যু কত প্রকার? - ৩ প্রকার

২৭। পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? - ট্রাকিড

২৮। কোন কোষ লম্বাটে, সরু ও সূচালো প্রান্তবিশিষ্ট?

- ট্রাকিড

২৯। প্রাথমিক জাইলেম কত ধরনের? - ২ ধরনের

৩০। স্ক্লেরেনকাইমা কোষগুলো কয় ধরনের?

- ২ ধরনের

৩১। প্রাথমিক জাইলেম কোথা থেকে উৎপন্ন হয়?

- প্রোক্যাম্বিয়াম

৩২। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়? - লিগনিন

৩৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে?

- নেটাম

৩৪। সীভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়?

- সীভপ্লেট

৩৫। স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলে?

- বাস্ট ফাইবার

৩৬। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন টিস্যু থাকে?

- স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

৩৭। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডকে রক্ষা করে?

- স্কেলিটার টিস্যু

৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু? - স্কোয়ামাস আবরণী টিস্যু

৩৯। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়? - শ্বসনতন্ত্রে

৪০। বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?

- কিউবয়ডাল আবরণী টিস্যু

৪১। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে?

- স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

৪২। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে?

- সিলিয়াযুক্ত

৪৩। ফাইবার এর গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে?

- কূপ

৪৪। পাটের আঁশকে কোন ধরনের ফাইবার বলে?

- বাস্ট ফাইবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম