৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৮০)
সাধারণ বিজ্ঞান
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
২. মস্তিষ্কের কোনো অংশের শিরা বা ধমনি ছিঁড়ে যাওয়ার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে কী বলে?
ক. স্ট্রোক খ. হার্ট অ্যাটাক
গ. হৃদরোগ ঘ. ক্যানসার
৩. আপেক্ষিক তত্ত্বানুসারে, গতিশীল কাঠামোতে কোনটি হ্রাস পায়?
ক. সময় খ. দৈর্ঘ্য
গ. ভর ঘ. ভরবেগ
৪. চিনির চেয়ে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়-
ক. বেনজিন থেকে খ. টলুইন থেকে
গ. ফেনল থেকে ঘ. কয়লা থেকে
৫. পালংশাক সবজি হিসেবে-
ক. অম্লধর্মী খ. ক্ষারধর্মী
গ. স্নেহধর্মী ঘ. শর্করা
৬. কোনটি সুন্দরবনের লবণাক্ত অঞ্চলের প্রধান গাছ-
ক. গরান খ. হারগোজা
গ. সুন্দরী ঘ. আমুর
৭. আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে?
ক. স্নেল খ. রবার্ট রয়েল
গ. রোমার ঘ. ভন ওয়েরিক
৮. কোনটি বিপাকজনিত রোগ?
ক. ডায়াবেটিস খ. ডেঙ্গুজ্বর
গ. ম্যালেরিয়া ঘ. জন্ডিস
৯. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কী বলে?
ক. মহাকর্ষ খ. অভিকর্ষ
গ. মধ্যাকর্ষণ ঘ. স্থিতিস্থাপকতা
১০. নিচের কোনটিতে আদিকোষ বিদ্যমান?
ক. শৈবাল খ. ব্যাকটেরিয়া
গ. অ্যামিবা ঘ. ব্যাঙ
১১. বহুরূপী মৌল কোনটি?
ক. কার্বন খ. নিকেল
গ. ক্রোমিয়াম ঘ. ইউরেনিয়াম
১২. বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়, বৃষ্টিপাত সংঘটিত হয়?
ক. ট্রপোমণ্ডল খ. স্ট্র্যাটোমণ্ডল
গ. তাপমণ্ডল ঘ. মেসোমণ্ডল
১৩. কোনটি দ্রুত বাষ্পে পরিণত হবে?
ক. পানি খ. কর্পূর
গ. লোহা ঘ. হীরক
১৪. ঝিঙা, লেটুস, পালংশাক কোন দিনের উদ্ভিদ?
ক. ছোট খ. বড়
গ. নিরপেক্ষ ঘ. কোনোটি নয়
১৫. কে জিহ্বার সাহায্যে শোনে-
ক. টিকটিকি খ. গিনিপিগ
গ. ব্যাঙ ঘ. সাপ
১৬. কক্সবাজার সমুদ্র উপকূলে কোনটি পাওয়া যায়?
ক. জিরকন খ. সালফার
গ. ম্যাগমা ঘ. বক্সাইট
১৭. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কী?
ক. নিউরিলেমা খ. নিউরন
গ. স্নায়ুরজ্জু ঘ. মেরুরজ্জু
১৮. সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে কী পাওয়া যায়?
ক. গ্লিসারিন খ. মিথানল
গ. অ্যালকোহল ঘ. এস্টার
১৯. কোন ফুলটি পতঙ্গপরাগী?
ক. জবা খ. শিমুল
গ. কদম ঘ. ধুতরা
২০. ছায়াবৃক্ষ কোন বাগানের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. আম বাগান খ. চা-বাগান
গ. কলা বাগান ঘ. পেয়ারা বাগান
২১. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে- এ মতবাদ প্রথম প্রমাণ করেন-
ক. গ্যালিলিও খ. হ্যানিম্যান
গ. কোপার্নিকাস ঘ. লুই পাস্তুর
২২. কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোসোমের ভেতর থাকে না?
ক. ডিএনএ খ. আরএনএ
গ. প্রোটিন ঘ. লিপিড
উত্তর : ১গ ২ক ৩খ ৪খ ৫ঘ ৬গ ৭গ ৮ক ৯ক ১০খ ১১ক ১২ক ১৩খ ১৪খ ১৫ঘ ১৬ক ১৭খ ১৮ক ১৯ক ২০খ ২১গ ২২ঘ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
