পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত প্রস্তুতি
মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, দক্ষিণ মুগদা, ঢাকা
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গুণিতক এবং গুণনীয়ক
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক) ৭৩ খ) ৮৯ গ) ৪৭ ঘ) ৯১
২২. ২৪ কে মৌলিক উপাদকে প্রকাশ করলে কোনটি হবে?
ক) ২x২x৩ খ) ২x৩x৫
গ) ২x৩x৩ ঘ) ২x২x২x৩
২৩. ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
ক) ২০টি খ) ২৫টি গ) ৩০টি ঘ) ১৫টি
২৪. নিচের কোনটি ৯-এর গুণিতক?
ক) ৭২ খ) ৫৬ গ) ৬৪ ঘ) ৯১
২৫. নিচের কোন সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য?
ক) ৫২ খ) ৫৩ গ) ৫৪ ঘ) ৫৫
২৬. নিচের কোনটি ৩ দ্বারা বিভাজ্য?
ক) ৭২ খ) ৮৩ গ) ৭৩ ঘ) ৩৫
২৭. ৬৪-এর মৌলিক গুণনীয়ক কয়টি?
ক) ৩টি খ) ৪টি গ) ১টি ঘ) ২টি
২৮. একক স্থানে কোন অঙ্কটি থাকলে ৫ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৩ খ) ২ গ) ১ ঘ) ০
২৯. নিচের কোনগুলো ১৮-এর গুণনীয়ক?
ক) ১, ২, ৩, ৮, ৯ খ) ১, ২, ৩, ৬, ৯
গ) ১, ২, ৩, ৭, ৯ ঘ) ১,২, ৫, ৬, ৯
৩০. নিচের কোন সংখ্যা দ্বারা ৬৫ বিভাজ্য হবে?
ক) ৫ খ) ৬ গ) ৭ ঘ) ৪
৩১. দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে কী বলা হয়?
ক) লসাগু খ) গসাগু গ) ভাগশেষ ঘ) যৌগিক
৩২. একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি?
ক) ৮ খ) ৬ গ) ৪ ঘ) ২
৩৩. কোন সংখ্যা প্রত্যেক সংখ্যার গুণনীয়ক?
ক) ২ খ) ১ গ) ১০ ঘ) ৫
৩৪. ৬, ৮ ও ১০-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে?
ক) ২০ খ) ১৫০ গ) ১২০ ঘ) ৬০
৩৫. ২৭, ৩৭, ৩৫ ও ৩৯-এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা?
ক) ২৭ খ) ৩৭ গ) ৩৫ ঘ) ৩৯
৩৬. নিচের কোনটি যৌগিক সংখ্যা?
ক) ৪৩ খ) ৩৭ গ) ৫৭ ঘ) ২৯
৩৭. ৩৫-এর বৃহত্তম গুণনীয়ক কত?
ক) ৩৫ খ) ৭০ গ) ৫ ঘ) ৭
৩৮. ২৭ ও ৩৬-এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক কত?
ক) ৩ খ) ৬ গ) ১২ ঘ) ৯
৩৯. দুটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু কত?
ক) ০ খ) ১ গ) ২ ঘ) ১০
৪০. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৮ ও ২১৫ কে ভাগ করলে যথাক্রমে ৩ ও ৫ অবশিষ্ট থাকে?
ক) ১৫ খ) ৪৫ গ) ৪৭২৫ ঘ) ৯৪৫০
৪১. ১৫ ও ১৫-এর ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে কত?
ক) ১৫, ১৫ খ) ১, ১৫ গ) ১৫, ১ ঘ) ৫, ৫
৪২. যৌগিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা কমপক্ষে কতটি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৪৩. গুণনীয়কের অপর নাম কী?
ক) গ.সা.গু খ) ল.সা.গু
গ) গুণিতক ঘ) উৎপাদক
উত্তর : ২১. ঘ) ৯১, ২২. ঘ) ২x২x২x৩, ২৩. খ) ২৫টি, ২৪. ক) ৭২, ২৫. ঘ) ৫৫, ২৬. ক) ৭২, ২৭. গ) ১টি, ২৮. ঘ) ০, ২৯. খ) ১, ২, ৩, ৬, ৯, ৩০. ক) ৫, ৩১. খ) গ. সা. গু., ৩২. ঘ) ২, ৩৩. খ) ১, ৩৪. গ) ১২০, ৩৫. খ) ৩৭, ৩৬. গ) ৫৭, ৩৭. ক) ৩৫, ৩৮. ঘ) ৯, ৩৯. খ) ১, ৪০. খ) ৪৫, ৪১. ক) ১৫, ১৫, ৪২. খ) ৩টি, ৪৩. ঘ) উৎপাদক।
