Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

ভৌত রাশি এবং পরিমাপ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১১৩। লিভারের নীতি কে আবিষ্কার করেন?

- গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস।

১১৪। লব্ধ রাশি কাকে বলে?

- যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলে।

১১৫। ভাগ দ্বারা গঠিত লব্ধ একককে কীভাবে প্রকাশ করা হয়? - ঋণাত্মক সূচকে

১১৬। বায়ুকলের কথা প্রথম কে লেখেন? - আল-মাসুদী।

১১৭। পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল কে তৈরি করেন? - লিউনার্দো দ্য ভিঞ্চি।

১১৮। 4 ন্যানো সেকেন্ডের সঠিক সংকেত কী? - 4 ns

১১৯। 10 গিগা জুলের সঠিক সংকেত কী? - 10 GJ

১২০। এককের সংকেত কোন অক্ষর দ্বারা লিখতে হয়?

- রোমান

১২১। এককের SI পদ্ধতি কত সালে চালু হয়? -১৯৬০

১২২। পদার্থের অবিভাজ্য এবং এর এককের নাম পরমাণু দেন কে? - ডেমোক্রিটাস ।

১২৩। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? - নিউটন ।

১২৪। নিউক্লিয়াস কী দ্বারা গঠিত? - প্রোটন ও নিউট্রন।

১২৫। কোন শতকে ইলেকট্রন আবিষ্কৃত হয়? - বিংশ ।

১২৬। দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল যন্ত্র কী? - মিটার স্কেল

১২৭। আদর্শ ভরের সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা কত?

- ব্যাস 3.9 cm উচ্চতা 3.9 cm

১২৮। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ছিলেন?

- রজার বেকন।

১২৯। বায়ুপাম্প কে আবিষ্কার করেন? - ভনগুয়েরিক।

১৩০। কত সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান যে আলো এক প্রকার চৌম্বক তরঙ্গ? - ১৮৬৪ ।

১৩১। স্লাইড ক্যালিপার্সের অপর নাম কী?

- ভার্নিয়ার ক্যালিপার্স ।

১৩২। খুব অল্প জিনিসের ভর সূক্ষ্মভাবে কিসের মাধ্যমে নির্ণয় করতে হয়? - তুলা যন্ত্র দ্বারা

১৩৩। কে প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন? - আল-মাসুদী।

১৩৪। ‘আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’- এই বৈজ্ঞানিক সত্যটি কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন?

- আল্-হাজেন।

১৩৫। ‘পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত’- এটি কার মত? - রজার বেকন ।

১৩৬। ‘তড়িৎ প্রবাহের চৌম্বক ধর্ম আছে’ কে প্রমাণ করেন?

- ওয়েরস্টেড।

১৩৭। উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানী গ্রন্থে? - আল-মাসুদী।

১৩৮। কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? - ম্যাক্স প্লাঙ্ক।

১৩৯। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?

- নিকোলাস কোপার্নিকাস।

১৪০। পরীক্ষণ নির্ভর বিজ্ঞানী কে? - গ্যালিলিও।

১৪১। ফাঁপা নলের অন্তঃব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? - স্লাইড ক্যালিপার্স

১৪২। নিউটনের মতে কিসের শুরু বা শেষ নাই? - স্থান।

১৪৩। প্লাংকের বিকিরণ সূত্রে বিকল্প প্রতিপাদন কে উপস্থাপন করেন? - সত্যেন্দ্রনাথ বসু

১৪৪। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণার গাণিতিক বর্ণনা দেন কে? - কেপলার।

১৪৫। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে? - গ্যালিলিও।

১৪৬। কে রমন প্রভাব আবিষ্কার করেন? - চন্দ্রশেখর রমন

১৪৭। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে? - নীলস বোর।

১৪৮। তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে একীভূত করে তাড়িত চৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান কে? - ম্যাক্সওয়েল।

১৪৯। সৌরকেন্দ্রিক তত্ত্বে প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন কে? - কেপলার।

১৫০। খুব অল্প জিনিসের ভর সূক্ষ্মভাবে কিসের মাধ্যমে নির্ণয় করতে হয়? - তুলা যন্ত্র দ্বারা

১৫১। স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কী পরিমাপ করা হয়?

- অভিকর্ষজ বল

১৫২। বায়ুবাম্প কে আবিষ্কার করেন?

- ভন গুয়েরিক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সাধন সরকার

শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মুন্সীগঞ্জ

কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. সফটওয়ার ইনস্টল করার জন্য কিসের অনুমতি নিতে হয়?

ক) অপারেটিং সিস্টেম খ) র‌্যাম

গ) রম ঘ) হার্ডডিস্ক

২. ডিজিটাল প্রযুক্তিতে তালা বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

ক) ক্যাওচা কোড খ) বারকোড

গ) পিন কোড ঘ) পাসওয়ার্ড

৩. কম্পিউটারের জন্য কোনটি ঝুঁকিপূর্ণ?

ক) এন্টিভাইরাস খ) অ্যান্টি ম্যালওয়ার

গ) স্পাইওয়্যার ঘ) এন্টি সুপার বাগ

৪. ডিলিট কী?

ক) মুছে ফেলা খ) সংরক্ষণ করা

গ) নষ্ট করা ঘ) ধ্বংস করা

৫. কোন ধরনের পাসওয়ার্ড আমাদের ব্যবহার করা উচিত?

ক) সাধারণ খ) দুর্বল

গ) সহজ ঘ) মৌলিক

৬. বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয় কত সালে?

ক) ২০০৭ খ) ২০০৮

গ) ২০১০ ঘ) ২০০৯

৭. ভাইরাস নামকরণ করা হয় কত সালে?

ক) ১৯৭০ খ) ১৯৮০ গ) ১৯৯০ ঘ) ১৯৯২

৮. ভাইরাস কম্পিউটারের গতিকে কী করে?

ক) বৃদ্ধি করে খ) হ্রাস করে

গ) ধ্বংস করে ঘ) ক্ষয় করে

৯. ইন্টারনেট ব্যবহার করা হলো-

i. যোগাযোগ করা

ii. লেখাপড়া করা

iii. বিদেশে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০. কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ-

i. এন্টি ম্যালওয়্যার

ii. ভাইরাস

iii. স্পাইওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১১. ভাইরাস নয় কোনটি?

ক) নরটন খ) ভিয়েনা

গ) সিআইএইচ ঘ) ফোল্ডার

১২. আইসিটি যন্ত্রগুলো দ্বারা পরিচালিত হয়-

i. অপারেটিং সিস্টেম

ii. সফটওয়্যার

iii. স্পাইওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৩. ভাইরাসের কারণে-

i. গতি কমে যায়

ii. মেমোরি কম দেখায়

iii. ফাইল ওপেন করতে সময় বেশি নয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপক পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

আনিস স্যার শিক্ষার্থীদের বলল, আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। তারপর তিনি এ তালা তৈরির কিছু নিয়মকানুনও বললেন।

১৪. আনিস স্যারের তথ্যমতে এ তালাকে কী বলা হয়?

ক) সার্ভার খ) অপারেটিং সিস্টেম

গ) লকার ঘ) পাসওয়ার্ড

১৫. উদ্দীপকের শিক্ষকের বর্ণিত তালা তৈরিতে অবশ্যই-

i. বড় আকারের পাসওয়ার্ড তৈরি করতে হবে

ii. ছোট আকারের পাসওয়ার্ড তৈরি করতে হবে

iii. প্রায়শ পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উত্তর : ১.ক ২.ঘ ৩.গ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.খ ৯.ক ১০.গ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.খ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম