৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৮১)
বাংলা ভাষা ও সাহিত্য
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. ‘কল্লোল’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক. বুদ্ধদেব বসু খ. জীবনানন্দ দাশ
গ. প্রেমেন্দ্র মিত্র ঘ. দীনেশ রঞ্জন দাশ
২. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসাবে পরিচিত কে?
ক. ঈশ্বরচন্দ গুপ্ত খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. কালীপ্রসন্ন সিংহ ঘ. গোবিন্দচন্দ্র দাস
৩. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-উক্তিটি কার?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মীর মশাররফ হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪. বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন বা যতিচিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. অক্ষয় কুমার দত্ত
গ. প্রমথ চৌধুরী ঘ. মীর মশাররফ হোসেন
৫. ‘গোরা’ উপন্যাসটির লেখক কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. রমেশচন্দ্র সেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৬. ‘ব্যথার দান’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহিতলাল মজুমদার
গ. জসীমউদ্দীন
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭. বাক্যের একক কোনটি?
ক. বর্ণ খ. ভাষা
গ. ধ্বনি ঘ. শব্দ
৮. ‘প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. প্রতি + উষ খ. প্রতি + ঊষ
গ. প্রত্য + উষ ঘ. প্রত্য + ঊষ
৯. ‘কির্ত্তনখোলা’ নাটকটি কার লেখা?
ক. মুনীর চৌধুরী খ. মমতাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ শামসুল হক ঘ. সেলিম আল দীন
১০. কবি আলাওলের সময়কাল-
ক. ষোড়শ শতক খ. সপ্তদশ শতক
গ. পঞ্চদশ শতক ঘ. অষ্টাদশ শতক
১১. ‘সাহিত্যের রূপ ও রীতি’ কার রচনা?
ক. আনিসুজ্জামান খ. হায়াৎ মামুদ
গ. মোতাহার হোসেন
ঘ. আখতারুজ্জামান
১২. খাঁটি বাংলা শব্দ কোনটি?
ক. কুলা খ. চশমা
গ. চামার ঘ. চন্দ্র
১৩. ‘অর্ধচন্দ্র’ কোন সমাস?
ক. বহুব্রীহি খ. তৎপুরুষ
গ. দ্বন্দ্ব ঘ. কর্মধারয়
১৪. মধ্যযুগের কবি নন কে?
ক. চন্দ্রাবতী খ. আবদুল হাকিম
গ. ভবানীপ্রসাদ
ঘ. প্রমথনাথ বিশী
১৫. ‘আমড়াগাছি করা’ বলতে কী বোঝায়?
ক. টালবাহানা করা খ. ছটফট করা
গ. বিশৃঙ্খলা করা ঘ. তোষামোদ করা
১৬. চর্যাপদের মূল তত্ত্ব কোনটি?
ক. নির্বাণ সুখ লাভ খ. জ্ঞান সাধনা
গ. যোগ সাধনা ঘ. তন্ত্র সাধনা
১৭. ‘চন্দ্রাবতী’ কাব্যটির রচয়িতা কে?
ক. আলাওল
খ. শামসের আলী
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী
১৮. কোনটি তদ্ভব শব্দ?
ক. অলাবু খ. পাখা
গ. ফল ঘ. নদী
১৯. ‘হাকন্দপুরাণ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. রামপ্রসাদ খ. বিজয়গুপ্ত
গ. ময়ূরভট্ট ঘ. ঘনরাম
২০. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. দাবানল খ. দিগ্ভ্রান্ত
গ. দামোদর ঘ. দায়বদ্ধ
উত্তর : ১ঘ ২ঘ ৩গ ৪ক ৫ঘ ৬ক ৭ঘ ৮খ ৯ঘ ১০খ ১১খ ১২ক ১৩খ ১৪ঘ ১৫ক ১৬ক ১৭গ ১৮খ ১৯গ ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
