Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বসভ্যতা

বহুনির্বাচনি প্রস্তুতি

১. পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?

ক. পাথরের যুগ খ. পুরোনো পাথরের যুগ

গ. আদিম যুগ ঘ. অন্ধকার যুগ

২. নতুন পাথরের যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে কেন?

ক. বাঁচার প্রয়োজনে খ. মাছের প্রয়োজনে

গ. কৃষির প্রয়োজনে ঘ. যোগাযোগের প্রয়োজনে

৩. ইজিপ্ট-এর প্রাচীন নাম কী?

ক. ইরান খ. ইরাক গ. মিশর ঘ. কাতার

৪. মিশরে কখন প্রথম রাজবংশের শাসন আমল শরু হয়?

ক. খ্রি.পূ.৩২০০ অব্দ থেকে খ. খ্রি.পূ.৩৩০০ অব্দ থেকে

গ. খ্রি.পূ.৩৪০০ অব্দ থেকে ঘ. খ্রি.পূ.৩৫০০ অব্দ থেকে

৫. মিশরের মোট আয়তন কত?

ক. ২ লক্ষ বর্গ মাইল খ. ৩ লক্ষ বর্গ মাইল

গ. ৪ লক্ষ বর্গ মাইল ঘ. ৫ লক্ষ বর্গ মাইল

৬. মিশরের সভ্যতা কত বছরেরও বেশি সময় স্থায়ী ছিল?

ক. ২৪০০ খ. ২৫০০ গ. ২৬০০ ঘ. ২৭০০

৭. মিশরের প্রথম রাজা কে?

ক. মেনেস খ. ফাহিয়েন গ. ভিনেস ঘ. ডেমোস

৮. খ্রি.পূ. ১০ম শতকে কারা ফারাওদের সিংহাসন দখল করে?

ক. ইরাকিরা খ. লিবিয়ারা

গ. কাতারেরা ঘ. ইরানিরা

৯. কে প্রথম ফারাও-এর মর্যাদা লাভ করে?

ক. ভেনেস খ. তেনেস গ. মেনেস ঘ. হিয়েন

১০. কখন পারস্যরা মিশর দখল করে?

ক. ৫২১ খ্রি.পূর্বাব্দে খ. ৫২৩ খ্রি.পূর্বাব্দে

গ. ৫২৫ খ্রি.পূর্বাব্দে ঘ. ৫২৭ খ্রি.পূর্বাব্দে

১১. ফারাও শব্দের জন্ম কোন শব্দ থেকে?

ক. পের-ও খ. তের-ও গ. ফের-ও ঘ. মের-ও

১২. কোথা থেকে নীলনদের উৎপত্তি হয়?

ক. আফ্রিকার লেক ভিক্টোরিয়া খ. মিশরের দানিউব

গ. তিউনিশিয়ার পাহাড় ঘ. আফ্রিকার পাহাড়

১৩. “মিশর নীল নদের দান”- এটা কার উক্তি?

ক. মি. হিয়েন খ. টয়েন বি

গ. হিউয়েন সাং ঘ. হেরোডোটাস

১৪. মিশরীয়দের প্রিয় রং কী ছিল?

ক. নীল-কালো খ. লাল-কালো

গ. সাদা-কালো ঘ. লাল-নীল

১৫. মিশরীয়রা সর্বপ্রথম কতটি ব্যাঞ্জনবর্ণ আবিষ্কার করে?

ক. ২১টি খ. ২২টি গ. ২৩টি ঘ. ২৪টি

১৬. নেপোলিয়ন বোনাপার্টের মিশর জয়ের সময় আবিষ্কৃত পাথরটি পরিচিত ছিল-

ক. বেস্ট স্টোন নামে খ. বিগ স্টোন নামে

গ. রাউন্ড স্টোন নামে ঘ. রসেটা স্টোন নামে

১৭. মিশরীয়রা ওসিরিসকে মনে করত-

i. প্রাকৃতিক শক্তির দেবতা

ii. শস্যের দেবতা

iii. নীলনদের দেবতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. স্ফিংসের আকৃতি হলো-

i. দেহটা সিংহের মতো

ii. মুখ মানুষের মতো

iii. পা বাঘের মতো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. মিশরীয়রা পূজা করত-

i. জীবজন্তুর ii. জড় বস্তুর iii. পানির

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. মিশরীয়রা প্রচলন করে-

i. বীজ গণিত ii. জ্যামিতি iii. পাটি গণিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. সময় নির্ধারণের জন্য প্রাচীন মিশরীয়রা আবিষ্কার করে-

i. সূর্য ঘড়ি ii. ছায়া ঘড়ি iii. জল ঘড়ি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. মিশর দেশটি কোন কোন মহাদেশ দ্বারা পরিবেষ্টিত?

i. এশিয়া ii. আফ্রিকা iii. ইউরোপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. পেশার ওপর ভিত্তি করে মিশরীয়দের ভাগ করা হয়-

i. ভূমি দাস ii. পুরোহিত iii. লিপিকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.গ ৬.খ ৭.ক ৮.খ ৯.গ ১০.গ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.গ ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম