দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * জীববিজ্ঞান
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
বহুনির্বাচনি প্রস্তুতি
১. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ √খ. ই গ. ঐ ঘ. সবকয়টি
২. ‘সাপেক্ষতা’-অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
ক. আজ গেলেও যা, কাল গেলেও তা
√খ. তিনি গেলে কাজ হবে
গ. চারটা বাজলে স্কুলের ছুটি হবে
ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হয়
৩. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক. মুখবিবর ও জিহ্বা
খ. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ. দন্ত ও ওষ্ঠ
√ঘ. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ
৪. কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ক, চ খ. খ, ছ
গ. গ, জ √ঘ. ঘ,ঝ
৫. কোনটি বিষমীভবনের উদাহরণ?
√ক. শরীর খ. গেরাম
গ. কপাট ঘ. জন্ম
৬. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ক. আয়াসের লাঘব হলে
√খ. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
গ. শ্রুতিমধুর হলে
ঘ. স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
৭. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
√ক. ষোড়শ খ. তৎকাল গ. রাজ্ঞী ঘ. ষষ্ঠ
৮. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জন ধ্বনি বসে?
ক. স √খ. ষ গ. শ ঘ. য
৯. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
√ক. ঢাকি খ. গুরু গ. সতিন ঘ. পিতা
১০. কোন দ্বিরুক্তটি ধ্বন্যাত্মক?
√ক. শন্ শন্ খ. শীতশীত
গ. পড়োপড়ো ঘ. হাতে-নাতে
১১. এক-এর সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
ক. নির্দিষ্টতা √খ. অনির্দিষ্টতা
গ. পরিমাণ গ. সংখ্যা
১২. যৌগিক শব্দ কোনটি?
√ক. বাবুয়ানা খ. প্রবীণ গ. তৈল ঘ. জলধি
১৩. “কোথায় থাকা হয়”-এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্যের খ. কর্তৃবাচ্যের
√গ. ভাববাচ্যের ঘ. কর্তৃকর্মবাচ্যের
১৪. ‘যথা ধর্ম তথা জয়’-এটি কোন অব্যয়ের উদাহরণ?
√ক. নিত্য সম্বন্ধীয় অব্যয় খ. অনুকার অব্যয়
গ. বাক্যালঙ্কার অব্যয় ঘ. বিয়োজক অব্যয়
১৫. কোন ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?
ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
√গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
১৬. কোন প্রকার কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
√ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
১৭. ‘ছাগদুগ্ধ’ এ সমাপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. ছাগের দুগ্ধ খ. ছাগ ও দুগ্ধ
গ. ছাগী হতে দুগ্ধ √ঘ. ছাগীর দুগ্ধ
১৮. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে’-এখানে ‘অ’ কোন উপসর্গ?
ক. সংস্কৃত √খ. খাঁটি বাংলা
গ. বিদেশি ঘ. খাঁটি বাংলা ও সংস্কৃত
১৯. ‘ডিঙি’ শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
√ক. বৃহদার্থে খ. ক্ষুদ্রার্থে
গ. সমার্থে ঘ. ভিন্নার্থে
২০. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
ক. রাজার রাজ্য খ. বাটির দুধ
গ. দেশের লোক √ঘ. শরতের আকাশ
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
জীবকোষ ও টিস্যু
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৪৫। প্রাণীদেহে ভিত্তিপর্দার ওপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যু কত প্রকার?
- ৩ প্রকার
৪৬। রক্তের তরল অংশে কত ভাগ পানি থাকে?
- ৯১-৯২%
৪৭। মায়োফাইব্রিল কোন কোষে থাকে? - পেশিকোষে
৪৮। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? - ৮-৯%
৪৯। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ? - ৩টি
৫০। নিউরন থেকে নিউরনে উদ্দীপনাবাহিত হতে কী অপরিহার্য? - সিন্যাপস
৫১। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে? - ১টি
৫২। কানেকটিভ টিস্যু গঠন ও কাজের ভিত্তিতে কয় প্রকার?
- ৩ প্রকার
৫৩। পরপর দুটো নিউরন যে স্নায়ুসন্ধি গঠন করে তাতে কী বলে? - সিন্যাপস
৫৪। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়?
- হৃদপেশি কোষে
৫৫। পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি? - ২টি
৫৬। রেচন কাকে বলে? - দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে রেচন বলে।
৫৭। অবস্থানভেদে মানবদেহে কয় ধরনের অঙ্গ আছে?
- ২ ধরনের
৫৮। অঙ্গ কাকে বলে? - একাধিক টিস্যু নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে অঙ্গ বলে।
৫৯। আলোক অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের? - ২ ধরনের
৬০। অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সাথে বাহুটি লাগানো থাকে কী বলে? - স্তম্ভ
কোষ বিভাজন
১। জীবদেহের গঠন ও কাজের একক কী? - কোষ
২। জীবদেহে কোষ বিভাজন কয় প্রকার? - তিন
৩। জাইগোট বারবার বিভাজিত হয়ে কী উৎপন্ন হয়?
- অসংখ্য কোষ
৪। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?- ২
৫। যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হয়? - জাইগোট
৬। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়?
- অ্যামাইটোসিস
৭। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয় অংশে বিভক্ত হয়? - ২ অংশে
৮। ব্যাকটেরিয়ায় কোন ধরনের বিভাজন দেখা যায়?
- অ্যামাইটোসিস
৯। সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়? - অ্যাস্টার
১০। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?- মাইটোসিস
১১। প্যাপিলোমা ভাইরাসের কোন দুইটি জীন ক্যানসার তৈরির জন্য দায়ী? - ই৬ ও ই৭
১২। উদ্ভিদের ভ্রূণমূল ও ভ্রূণমুকুল-এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে? - মাইটোসিস
১৩। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে? - প্রো-মেটাফেজ
১৪। কোন কোষ বিভাজনকে ইকুয়েশনাল বিভাজন বলে?
- মাইটোসিস
১৫। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ের নাম কী?
- টেলাফেজ
১৬। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কী অবস্থায় থাকে?
- কুন্ডলিত
১৭। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়? - মাইটোসিস
১৮। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলে?
- ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল
১৯। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? - অ্যানাফেজ
২০। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয়ভাগে বিভক্ত হয়?- ২
২১। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? - প্রোফেজ
২২। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে? - মেটাফেজ
২৩। কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়? - প্রোফেজ
২৪। মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?- ৫
২৫। মাইটোসিস কোষ বিভাজনের কান পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? - মেটাফেজ
২৬। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়?- অ্যানাফেজ
