৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৮২)
সাধারণ বিজ্ঞান
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. নিচের কোনটি পানিবাহিত রোগ নয়?
ক. প্যারাটাইফয়েড খ. ডিপথেরিয়া
গ. কলেরা ঘ. কোষ্ঠকাঠিন্য
২. কোনটি ম্যালেরিয়ার ওষুধ নয়?
ক. ক্লোরোকুইন
খ. ক্লোক্সাসিলিন
গ. মেফলোকুইন
ঘ. পাইরামিথামিন + সালফাডক্সিন
৩. সূর্যে কোন বিক্রিয়া ঘটে?
ক. ফিশন খ. ফিউশন
গ. প্রশমন ঘ. প্রতিস্থাপন
৪. কোনটিকে ‘নীরব ঘাতক’ বলা হয়?
ক. হার্ট অ্যাটাক খ. বাতজ্বর
গ. অ্যাজমা ঘ. উচ্চরক্তচাপ
৫. জৈব বিবর্তনবিষয়ক ডারউইনের তত্ত্ব কোনটি?
ক. Theory of natural selection
খ. Physiological theory
গ. Theory of random selection
ঘ. Psychological theory
৬. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম?
ক. কঠিন খ. তরল
গ. স্থিতিস্থাপক ঘ. বায়বীয়
৭. বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি?
ক. DNA খ. RNA
গ. জিন ঘ. ক্রোমোসোম
৮. ‘সুনামি’ অর্থ কী?
ক. সমুদ্রের ঢেউ খ. সমুদ্রের জলোচ্ছ্বাস
গ. বন্দরের ঢেউ ঘ. সমুদ্রের গর্জন
৯. পরমাণুর সব ভর কোথায় কেন্দ্রিভূত থাকে?
ক. নিউক্লিয়াসে খ. কক্ষপথে
গ. ইলেকট্রনে ঘ. প্রোটনে
১০. লিখার চক-
ক. ক্যালসিয়াম ফসফেট
খ. ক্যালসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম ক্লোরাইড
ঘ. ক্যালসিয়াম সালফেট
১১. 5 Kg ভরের একটি বস্তুর উপর 50 N বল প্রয়োগ করা হলো, এর ত্বরণ কত?
ক. 5 ms-2 খ. 10 ms-2
গ. 15 ms-2 ঘ. 20 ms-2
১২. দুধের বিশুদ্ধতা মাপা হয় -
ক. ন্যানোমিটার খ. ল্যাকটোমিটার
গ. ফ্যাদোমিটার ঘ. অলটিমিটার
১৩. নিচের কোন বাক্যটি সত্য নয়?
ক. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
খ. প্রোটন ধনাত্মক আধানযুক্ত
গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে
১৪. জেমস ওয়েব টেলিস্কোপে কোন ধরনের রশ্মি ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করা হয়?
ক. গামা রশ্মি
খ. রঞ্জন রশ্মি
গ. দৃশ্যমান আলোক রশ্মি
ঘ. অবলোহিত রশ্মি
১৫. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
ক. অডিওফোন খ. অডিওরেকর্ডার
গ. অডিওমিটার ঘ. স্পিডোমিটার
১৬. নিচের কোন শব্দটির অর্থ পাখিবিদ্যা?
ক. Entomology খ. Ornithology
গ. Protozoology ঘ. Nematology
১৭. কোনটি থেকে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা তৈরি হয়?
ক. E. coli ব্যাকটেরিয়া
খ. Pseudomonas ব্যাকটেরিয়া
গ. প্রোটোজোয়া
ঘ. ঈস্ট
ৃ১৮. কোনটি ইলেকট্রন পরিবাহী?
ক. রাবার খ. কাচ গ. হীরক
ঘ. গ্রাফাইট
১৯. দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
ক. রবার্ট হুক খ. আলেকজেন্ডার ফ্লেমিং
গ. ক্যারোলাস লিনিয়াস ঘ. চার্লস ডারউইন
ৃ২০. কোন গ্রন্থি ইনসুলিন হরমোন নিঃসৃত করে?
ক. যকৃত খ. অগ্ন্যাশয়
গ. গ্যাস্ট্রিক গ্রন্থি ঘ. আন্ত্রিক গ্রন্থি
উত্তর : ১ঘ ২খ ৩খ ৪ঘ ৫ক ৬ঘ ৭ক ৮গ ৯ক ১০খ ১১খ ১২খ ১৩ঘ ১৪ঘ ১৫গ ১৬খ ১৭ঘ ১৮ঘ ১৯গ ২০খ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
