Logo
Logo
×

টিউটোরিয়াল

উক্তি: স্টিফেন হকিং

Icon

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।

* যেসব মানুষ ভবিতব্যে বিশ্বাস করেন তারাই রাস্তা পার করার সময় বারবার দুদিকে তাকান।

* আমি এখনো বড় হইনি। আমি এখনো প্রশ্ন করতেই থাকি।

* যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তারা আসলে হেরে গিয়েছেন।

* আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ।

* মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এ আলাপচারিতা।

* রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম