৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৮৩)
বাংলাভাষা ও সাহিত্য
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. রাজা প্রতাপাদিত্য চরিত্র খ. কথোপকথন
গ. লিপিমালা ঘ. হিতোপদেশ
২. ‘স্বাধীনতার স্বাদ’ উপন্যাসটি কার লেখা?
ক. শওকত ওসমান খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. রাবেয়া খাতুন ঘ. সেলিনা হোসেন
৩. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির লেখক কে?
ক. ঋত্মিক ঘটক খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. অদ্বৈত মল্লবর্মণ ঘ. সৈয়দ শামসুল হক
৪. ‘কলিমদ্দি দফাদার’ গল্পটির লেখক কে?
ক. আবু জাফর শামসুদ্দীন
খ. আবু জাফর ওবায়দুল্লাহ্
গ. সিকান্দার আবু জাফর
ঘ. শামসুদ্দীন মুহম্মদ ইলিয়াস
৫. বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি-
ক. ঘোষধ্বনি খ. অঘোষধ্বনি
গ. মহাপ্রাণধ্বনি ঘ. নাসিক্যধ্বনি
৬. ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. হুমায়ুন কবির খ. ফজল শাহাবুদ্দিন
গ. আবুল হোসেন ঘ. মোজাম্মেল হক
৭. ‘একেই কি বলে সভ্যতা’ কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮. ‘সহজে হয়ে গেল বলা’- এখানে ‘সহজে’ শব্দটি কীসের উদাহরণ?
ক. নির্ধারক বিশেষণ খ. ক্রিয়া বিশেষণ
গ. বিশেষণের বিশেষণ ঘ. বিশেষণের অতিশায়ন
৯. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
ক. বিষাদ-সিন্ধু খ. জমিদার দর্পণ
গ. রত্নবতী ঘ. গাজী মিয়ার বস্তানী
১০. কোন বাক্যে অর্থগত অপপ্রয়োগ লক্ষণীয়?
ক. তোমার কথার পরিপ্রেক্ষিতে এ কথা আমি বলেছি
খ. উল্লেখ করা প্রত্যেকটি শব্দই তৎসম
গ. আমার স্ত্রী গভীর নিদ্রায় শায়িত
ঘ. তিনি রোগে শয্যাগত
১১. ‘অপরাজিতা’ উপন্যাসটি কার রচনা?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. আবুল মনসুর আহমেদ
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. আহমদ ছফা
১২. ‘Civil Society’-এর পরিভাষা কোনটি?
ক. সভ্য সমাজ খ. সুশীল সমাজ
গ. সামরিক সমাজ ঘ. বেসামরিক সমাজ
১৩. জীবনানন্দ দাশের কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. হুমায়ুন আজাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. আহমদ শরীফ
১৪. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক. অনুমাননির্ভর খ. প্রচার মাধ্যম
গ. বিবদমান ঘ. দিবারাত্রি
১৫. ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে’- কার লেখা?
ক. শামসুর রাহমান খ. নির্মলেন্দু গুণ
গ. সমর সেন ঘ. জীবনানন্দ দাশ
১৬. ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?
ক. নূরুল মোমেন খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মুনীর চৌধুরী ঘ. মীর মশাররফ হোসেন
১৭. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী খ. শওকত ওসমান
গ. রাবেয়া খাতুন ঘ. সেলিনা হোসেন
১৮. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বাতায়ন খ. গুপ্তপথ
গ. চিলেকোঠা ঘ. সিংহদ্বার
১৯. ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কার রচনা?
ক. আহমদ ছফা খ. ফয়েজ আহমদ
গ. আবুল হাসান ঘ. জিয়া হায়দার
২০. ‘ইউসুফ জোলেখা’ কাব্যগ্রন্থটির পৃষ্ঠপোষক কে?
ক. আলাউদ্দিন হোসেন শাহ
খ. রুকনউদ্দীন বরবক শাহ
গ. গিয়াস উদ্দীন আজম শাহ
ঘ. শামসুদ্দীন ইউসুফ শাহ
উত্তর : ১খ ২খ ৩গ ৪ক ৫ঘ ৬ক ৭ক ৮খ ৯ঘ ১০গ ১১গ ১২খ ১৩গ ১৪ঘ ১৫ঘ ১৬খ ১৭খ ১৮ঘ ১৯ক ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
