দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বসভ্যতা
বহুনির্বাচনি প্রস্তুতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৪. উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
টেলিভিশনে মোহনা পিরামিডের অংশ বিশেষের একটি প্রামাণ্য চিত্র দেখে খুবই মুগ্ধ হয়, সে বুঝতে পারে তারা অনেক বড় মাপের কারুমিস্ত্রি ছিল।
মোহনার দেখা প্রামাণ্য চিত্রটি কোন সভ্যতার ইঙ্গিত বহন করে?
ক. রোমানীয় খ. গ্রিক
গ. মিশরীয় ঘ. সিন্ধু
২৫. উদ্দীপকে বর্ণিত সভ্যতার গুরুত্ব অপরিসীম, কারণ-
i. এ সময় লিখন পদ্ধতির আবিষ্কার হয়
ii. এ সময় কাগজের আবিষ্কার হয়
iii. এ সময় দ্রব্যের ওজন আবিষ্কার হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬. সিন্ধু সভ্যতার অপর নাম কী?
ক. গ্রিক সভ্যতা খ. হরপ্পা সভ্যতা
গ. মিশরীয় সভ্যতা ঘ. চৈনিক সভ্যতা
২৭. মহেঞ্জোদারো কথাটির মানে কি?
ক. মরা মানুষের ঢিবি খ. উঁচু জাগার পাহাড়
গ. ভালো মানুষের স্থান ঘ. সৎ মানুষের ঢিবি
২৮. কার প্রচেষ্টায় মন্টোগোমারী জেলায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়?
ক. রাজপুতনার খ. হোমারের
গ. দয়ারাম সাহানীর ঘ. মালানীর
২৯. আর্য জাতির আক্রমণে কখন সিন্ধু সভ্যতার অবসান ঘটে?
ক. খ্রি.পূ. ১৫০০-১৪০০ অব্দে
খ. খ্রি.পূ. ১৬০০-১৫০০ অব্দে
গ. খ্রি.পূ. ১৭০০-১৬০০ অব্দে
ঘ. খ্রি.পূ. ১৮০০-১৭০০ অব্দে
৩০. মার্টিমার হুইলারের মতে সিন্ধু সভ্যতার সময়কাল-
ক. খ্রি.পূ. ২২০০-২১০০ অব্দ পর্যন্ত খ. খ্রি.পূ. ২৩০০-১৪০০ অব্দ পর্যন্ত
গ. খ্রি.পূ. ২৫০০-১৩০০ অব্দ পর্যন্ত ঘ. খ্রি.পূ. ২৫০০-১৫০০ অব্দ পর্যন্ত
৩১. সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কেমন ছিল?
ক. পিতৃতান্ত্রিক খ. মাতৃতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক ঘ. পিতৃ ও মাতৃতান্ত্রিক
৩২. কোন সভ্যতার লোকেরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক?
ক. মিশরীয় খ. গ্রিক
গ. সিন্ধু ঘ. চৈনিক
৩৩. অস্ত্র তৈরিতে সিন্ধু সভ্যতার লোকেরা কী ব্যবহার করত?
ক. লোহা খ. ধাতু
গ. তামা ঘ. টিন
৩৪. মহেঞ্জোদারোর বৃহৎ মিলনায়তনটি কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল?
ক. ৫০ ফুট খ. ৬০ ফুট
গ. ৭০ ফুট ঘ. ৮০ ফুট
৩৫. সিন্ধু সভ্যতার যুগে কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে?
ক. ১১টি গ. ১২টি
গ. ১৩টি ঘ. ১৪টি
৩৬. হরপ্পা মহেঞ্জোদারোতে কতটি সিল পাওয়া গেছে?
ক. ২৫০০টি খ. ২৬০০টি
গ. ২৭০০টি ঘ. ২৮০০টি
৩৭. গ্রিসের মহাকবি কে?
ক. সক্রেটিস খ. হোমার
গ. হেলেন ঘ. লুইকান
৩৮. ইলিয়ড ও ওডিসি কোন ধরনের গ্রন্থ?
ক. গল্প খ. ইতিহাস
গ. মহাকাব্য ঘ. উপন্যাস
৩৯. হোমার কোন সভ্যতার কবি?
ক. গ্রিক খ. রোমান
গ. সিন্ধু ঘ. মিশরীয়
৪০. গ্রিক সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪১. কোন সভ্যতার স্থায়িত্বকাল খ্রি.পূ.৩০০০-১৪০০ অব্দ পর্যন্ত?
ক. এচিয়ান খ. মিনিয়ন
গ. মাইসিনিয় ঘ. মিলিনিয়ন
৪২. মাইসিনিয় সভ্যতার স্থায়িত্বকাল কত?
ক. খ্রি.পূ. ১৪০০-১১০০ অব্দ পর্যন্ত খ. খ্রি.পূ. ১৫০০-১১০০ অব্দ পর্যন্ত
গ. খ্রি.পূ. ১৬০০-১১০০ অব্দ পর্যন্ত ঘ. খ্রি.পূ. ১৭০০-১৪০০ অব্দ পর্যন্ত
উত্তর : ২৪.গ ২৫.ক ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.ক ৩০.ঘ ৩১.খ ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.ক ৪১.খ ৪২.গ।
