দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * পদার্থবিজ্ঞান
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বহুনির্বাচনি প্রস্তুতি
১. ‘আমাকে সাহায্য করুন’- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
√ক. অনুরোধ খ. প্রার্থনা
গ. আদেশ ঘ. উপদেশ
২. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’।-‘বাঘে-মহিষে’ কর্তাকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা
√গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা
৩. সৎ পাত্রে কন্যা দাও- ‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
ক. কর্মে ৭মী খ. অপাদানে ৭মী
গ. করণে ৭মী √ঘ. সম্প্রদানে ৭মী
৪. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
ক. রাজার রাজ্য খ. বাটির দুধ
গ. দেশের লোক √ঘ. রোজার ছুটি
৫. ‘ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন’- এ বাক্যে ‘নির্লজ্জ’ কোন বিশেষণের উদাহরণ?
ক. ক্রিয়া বিশেষণ খ. বাক্যের বিশেষণ
√গ. অব্যয়ের বিশেষণ ঘ. বিশেষণীয় বিশেষণ
৬. ‘মৃতের মতো অবস্থা যার’- তাকে এক কথায় কী বলে?
ক. মুমুর্স খ. মুমুর্ষু
গ. মূমৃর্ষ √ঘ. মুমূর্ষু
৭. ‘জঙ্গম’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বহিরঙ্গ √খ. স্থাবর
গ. অস্থাবর ঘ. শান্তি
৮. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
√ক. সন্ন্যাসী খ. অগ্রহী
গ. নিগৃহী ঘ. বাহিরী
৯. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে খ. শেষে
গ. বিশেষ্যের পূর্বে √ঘ. বিশেষ্যের পর
১০. মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য √ঘ. ভাষা
১১. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
√ক. ৩২, ৮, ১০ খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২ ঘ. ৩২, ৭, ৯
১২. কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্র দন্ত্যমূল?
√ক. ন, ল, স খ. শ, ষ, ঝ
গ. য, র, ঢ় ঘ. ম, ব, প
১৩. কোনটি কম্পনজাত ধ্বনি?
√ক. র খ. ড়
গ. গ ঘ. ণ
১৪. কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
ক. পক্ব>পক্ক, পদ্ম>পদ্দ
√খ. পাকা>পাক্কা, সকাল>সক্কাল
গ. জন্ম>জম্ম, কাঁদনা>কান্ন
ঘ. রাধ্না>রান্না, গৃহিণী>গিন্নী
১৫. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে-
ক. ‘ষ’ হয় √খ. ‘ষ’ হয় না
গ. ‘ণ’ হয় ঘ. ‘ণ’ হয় না
১৬. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
ক. সন্+চয় √খ. সম্+চয়
গ. সঙ্+চয় ঘ. সং+চয়
১৭. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক. নেতা খ. দাতা
√গ. কবি ঘ. বাদশা
১৮. কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
√ক. ননদ খ. দাদি
গ. আয়া ঘ. ভাবী
১৯. কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত?
ক. গরম গরম খ. ঝমঝম
গ. মিটির মিটির √ঘ. টুপটাপ
২০. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
√ক. সাহেবান খ. সাহেবকুল
গ. সাহেবমণ্ডলী ঘ. সাহেবসমূহ
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
ভৌত রাশি এবং পরিমাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৬৯। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত প্রাচীন বিজ্ঞানী কে?- থেলিস
১৭০। পদার্থের পরিমাণের এসআই একক কী?- মোল
১৭১। আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক কে?- হাইগেন
১৭২। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?- ম্যাক্স প্ল্যাঙ্ক
১৭৩। লিভারের নীতি পদার্থবিজ্ঞানের কোন শাখার অন্তর্গত?- বল বিজ্ঞান
১৭৪। এক টেরাগ্রাম সমান কত গ্রাম?- 10¹²
১৭৫। গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে?- গতি ও ত্বরণের
১৭৬। প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি 1 kg ভরের সিলিন্ডারটির ব্যাসার্ধ কত?- 3.9 cm
১৭৭। এক অটো ওয়াট-সমান কত ওয়াট?
- 10¯¹²W
১৭৮। গ্যালিলিও তার স্মৃতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করছেন কী সূত্রে?- গতি ও ত্বরণের
১৭৯। আলো একটি তাড়িত চৌম্বক তরঙ্গ তা কে ব্যাখ্যা করেন?- আর্কিমিডিস
১৮০। আলবার্ট আইনস্টাইন যে তত্ত্ব প্রদান করেন তার নাম কী?- আপেক্ষিক তত্ত্ব
১৮১। বোজন কী ধরনের কণা?- মৌলিক কণা
১৮২। কিসে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়?
- রোগ নিরাময়ে
১৮৩। পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি বলা হয় কোন নীতিকে?
- শক্তির সংরক্ষণশীলতা নীতি
১৮৪। পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে?
- রাদারফোর্ড
১৮৫। বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
- রাদারফোর্ড
১৮৬। সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব কী নামে পরিচিত?
- বোস-আইনস্টাইন সংখ্যায়ন
১৮৭। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
- ওয়েরস্টেড
১৮৮। আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কে?
- ম্যাক্সওয়েল
১৮৯। প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোন বিজ্ঞানের অবদান?- পদার্থবিজ্ঞানের
১৯০। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি কিসের উদাহরণ?- পরিমাপের এককের
১৯১। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কী?
- অ্যাম্পিয়ার
১৯২। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ছিলেন?
- রজার বেকন।
১৯৩। মৌলিক কণিকা ‘বোজন’-এর নাম কার নামানুসারে রাখা হয়?- প্রফেসর সত্যেন্দ্র নাথ বসু
১৯৪। ভর ও শক্তির মাঝে সম্পর্ক স্থাপন করেন কোন বিজ্ঞানী?- আলবার্ট আইনস্টাইন
১৯৫। দৈর্ঘ্যরে একক নির্ধারণে কিসের ভূমিকা রয়েছে?
- আলোর
১৯৬। অন্য এককের ওপর ভিত্তি করে যে একক পাওয়া যায় তাকে বলে- লব্ধ একক
১৯৭। সময়ের একক নির্ধারণে কি পরমাণুটি ব্যবহৃত হয়?
- সিজিয়াম-33
১৯৮। গতি বিষয়ক গাণিতিক সূত্র ও দোলকের সূত্র প্রদান করেন কে?- গ্যালিলিও।
১৯৯। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি?
-মৌলিক রাশি সাতটি।
২০০। পদার্থবিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম কোন দেশের অধিবাসী ছিলেন?- পাকিস্তান।
২০১। মাইক্রোমিটার কী?
- মাইক্রোমিটার হলো দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক।
২০২। যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয়?
- পরীক্ষার শুরুর আগে
২০৩। আলো এক প্রকার তাড়িতচৌম্বক তরঙ্গ- উক্তিটি কার? - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
২০৪। History of Nature গ্রন্থের লেখক কে?
- আল-মাসুদী।
২০৫। ইউরোনিয়ামের তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
- বিজ্ঞানী বেকরেল।
২০৬। কোন শব্দ থেকে কেমিস্ট্রি নামের উদ্ভব?
- আরবি শব্দ ‘আলকেমি’ থেকে কেমিস্ট্রি নামের উদ্ভব।
২০৭। পদার্থের স্থিতিস্থাপকতার ধর্ম অনুসন্ধান করেন কে?
- রবার্ট হুক।
২০৮। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
- রজার বেকন।
