৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৮৪)
সাধারণ বিজ্ঞান
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থল থেকে সাগরের দিকে নিমজ্জিত অংশের নাম কী?
ক. গিরিখাত খ. মহীঢাল
গ. মহীসোপান ঘ. মহীস্ফীতি
২. এমআরআই (MRI) পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়?
ক. আলোর প্রতিসরণ খ. চৌম্বকক্ষেত্র
গ. তাড়িতচৌম্বক ঘ. প্রতিধ্বনি
৩. কোনটি সরল শর্করা?
ক. বাদাম খ. মসুর ডাল
গ. মধু ঘ. মিষ্টি আলু
৪. কোন জোড়াটি ভুল?
ক. যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
খ. হোমিওপ্যাথি : হ্যানিম্যান
গ. ব্যাকটেরিয়া : রবার্ট হুক
ঘ. এনাটমি : ভেসালিয়াস
৫. সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
ক. ভিটামিন B খ. ভিটামিন D
গ. ভিটামিন E ঘ. ভিটামিন K
৬. ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়, তাকে কী বলে?
ক. কেন্দ্র খ. উপকেন্দ্র
গ. সমকেন্দ্র ঘ. পরিকেন্দ্র
৭. একজোড়া ড্রাইসেল থেকে কত ভোল্ট বিভব পাওয়া যায়?
ক. 1.5 ভোল্ট খ. 2.5 ভোল্ট
গ. 3 ভোল্ট ঘ. 4 ভোল্ট
৮. আঁশযুক্ত খাবার না খেলে কোন রোগ হতে পারে?
ক. অজীর্ণ খ. আমাশয়
গ. কোষ্ঠকাঠিন্য ঘ. আলসার
৯. আইলেট অব লেঙ্গারহেন্স কার কলাস্থানিক বৈশিষ্ট্য?
ক. ক্ষুদ্রান্ত্র খ. অগ্ন্যাশয়
গ. যকৃৎ ঘ. বৃক্ক
১০. সবচেয়ে হালকা মৌল কোনটি?
ক. হাইড্রোজেন খ. লিথিয়াল
গ. রেডিয়াম ঘ. ব্রোমিন
১১. অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর পরিবর্তন ঘটে-
ক. উচ্চতর ক্রিয়ায় খ. অক্ষাংশক ক্রিয়ায়
গ. পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায় ঘ. সবগুলো
১২. জোয়ার-ভাটার প্রধান কারণ কোনটি?
ক. লবণাক্ততার পার্থক্য খ. বায়ুপ্রবাহ
গ. তাপমাত্রার পার্থক্য ঘ. চাঁদের আকর্ষণ
১৩. অপটিক্যাল ফাইবারে কোনটি ঘটে?
ক. আলোর প্রতিফলন
খ. আলোর প্রতিসরণ
গ. আলোর বিচ্ছুরণ
ঘ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
১৪. আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত, তার নাম কী?
ক. ছায়াপথ খ. ধূমকেতু
গ. গিরিখাত ঘ. পটেস্টার
১৫. কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু হয়?
ক. তেজস্ক্রিয়তা খ. তড়িৎচুম্বকত্ব
গ. সেমিকন্ডাক্টর ঘ. এক্স-রে
১৬. নিচের কোনটি জারক ও বিজারক হিসাবে কাজ করে?
ক. Fe2+ খ. Na+
গ. Sn4+ ঘ. Al3+
১৭. পরম শূন্য তাপমাত্রা সমান-
ক. ২৭৩০ সেন্টিগ্রেড খ. ২৩৭০ সেন্টিগ্রেড
গ. -২৭৩০ সেন্টিগ্রেড ঘ. ০০ সেন্টিগ্রেড
১৮. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
ক. আলট্রা-ভায়োলেট রশ্মি খ. বিটা রশ্মি
গ. আলফা রশ্মি ঘ. গামা রশ্মি
১৯. হাইড্রোজেন বোমার জনক কে?
ক. ওপেনহাইমার খ. মার্টিন কুপার
গ. এডওয়ার্ড টেলার ঘ. আন্দ্রে শাখারভ
২০. মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
ক. ৭০% খ. ৭২%
গ. ৭৩% ঘ. ৮০%
উত্তর : ১গ ২খ ৩গ ৪গ ৫খ ৬ক ৭গ ৮গ ৯খ ১০ক ১১ঘ ১২ঘ ১৩ঘ ১৪ক ১৫ঘ ১৬ক ১৭গ ১৮ঘ ১৯গ ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
