Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

Icon

মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

১০১। ব্যাপন কতক্ষণ চলে?

ক) বাতাস থাকা পর্যন্ত

খ) দ্রাবকের পার্থক্য থাকা পর্যন্ত

গ) ঘনত্বের পার্থক্য থাকা পর্যন্ত

√ঘ) উভয় অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত

১০২। কোন শক্তির প্রভাবে ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোতে চাপ সৃষ্টি হয়?

ক) শব্দশক্তি খ) স্থিতিশক্তি

√গ) গতিশক্তি ঘ) বিভবশক্তি

১০৩। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?

ক) অভিস্রবণ √খ) ব্যাপন

গ) ইমবাইবিশন ঘ) সালোকসংশ্লেষণ

১০৪। নিচের কোনটি অভেদ্য পর্দার উদাহরণ?

ক) কোষপ্রাচীর খ) কোষ পর্দা

√গ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর ঘ) মাছের পটকার পর্দা

১০৫। জীবকোষে শ্বসনের সময়-

i) গ্লুকোজের জারণের সময়

ii) অক্সিজেন ব্যবহৃত হয়

iii) কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০৬। অভিস্রবণ শুধুমাত্র কোন পদার্থের ক্ষেত্রে ঘটে?

ক) গ্যাসীয় খ) নিস্ক্রিয়

√গ) তরল ঘ) কঠিন

১০৭। অভিস্রবণকে ব্যাপনও বলা যায় কারণ-

i) উভয় প্রক্রিয়া একই ঝিল্লি দ্বারা ঘটে

ii) ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলে

iii) মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০৮। অভিস্রবণ কোথায় ঘটে?

√ক) মূলে খ) কাণ্ডে

গ) পাতায় ঘ) ফলে

১০৯। অভিস্রবণের ফলে-

i) কোষের রসস্ফীতি ঘটে

ii) পাতা ঝরে যায়

iii) পাতা সতেজ থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১১০। স্থলজ উদ্ভিদ প্রথমে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?

ক) অভিস্রবণ খ) ব্যাপন

গ) প্রস্বেদন √ঘ) ইমবাইবিশন

১১১। অধিকাংশ কলয়েডধর্মী পদার্থ কিরূপ?

ক) পানিগ্রাসী √খ) পানিগ্রাহী

গ) গ্যাসীয় ঘ) তরল

১১২। কলয়েডধর্মী পদার্থ হলো-

i) স্টার্চ ii) জিলেটিন iii) সেলুলোজ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii √ঘ) i, ii ও iii

১১৩। প্রস্বেদন প্রক্রিয়ায় প্রধান বাহ্যিক প্রভাবক কী?

ক) তাপমাত্রা √খ) আলো

গ) বায়ুপ্রবাহ ঘ) পানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম