দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা প্রথমপত্র * ভূগোল ও পরিবেশ
বাংলা প্রথমপত্র
ড. সনজিত পাল, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রত্যুপকার
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অনুধাবনমূলক প্রশ্ন :
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬। আমি এত নীচাশয় ও স্বার্থপর নহি- কেন বলা হয়েছে?
২৭। আলী ইবনে আব্বাস খলিফার চরণে পতিত হইলেন কেন?
২৮। এ দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে- কেন বলা হয়েছে?
২৯। ‘কৃপা করিয়া তাহা শুনিলে, আমি চরিতার্থ হই’- কেন বলা হয়েছে?
৩০। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে কীভাবে খলিফার কাছে উপস্থাপন করেন?
৩১। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন- কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?
৩২। খলিফাকে মহামতি ও অতি উন্নতচিত্ত পুরুষ বলা হয়েছে কেন?
৩৩। ‘আমি অতিশয় আহ্লাদিত হইলাম’- খলিফা এ কথা কেন বলেছেন?
৩৪। বন্দি ব্যক্তি কীভাবে প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন?
৩৫। বন্দি ব্যক্তিকে খলিফার নিকট আনা হইল কেন?
৩৬। খলিফা বন্দি ব্যক্তিকে কীভাবে বিদায় দিলেন?
৩৭। প্রত্যুপকার বলতে কী বোঝানো হয়েছে?
৩৮। বাগদাদ সম্পর্কে লেখো।
৩৯। বন্দি লোকটিকে নিঃস্বার্থ উপকারী বলা হয়েছে কেন?
৪০। আলী ইবনে আব্বাসকে সকৃতজ্ঞ প্রত্যুপকারী বলা হয়েছে কেন?
৪১। ‘প্রত্যুপকার’ গল্পে খলিফার মহত্ত্ব কীভাবে প্রকাশ পেয়েছে?
সৃজনশীল প্রশ্নের দিকগুলো :
১। আলী ইবনে আব্বাস কর্তৃক উপকারীর উপকার স্বীকার করা।
২। দামেস্কের বড় মসজিদ যুক্ত এলাকার প্রতি সহানুভূতি ও শ্রদ্ধার কারণ।
৩। দামেস্কের আশ্রয়দাতার উদার মনোভাব ও বন্ধুবৎসল আচরণ।
৪। আশ্রয়দাতার বিচক্ষণতা।
৫। বন্দি ব্যক্তির প্রতি আলী ইবনে আব্বাসের আচরণ
অথবা, পূর্বের আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
৬। খলিফার দয়াশীল মনোভাব ও ন্যায়বিচার।
৭। উপকারীর উপকারের জন্য ব্যাকুলতা।
৮। বন্দি ব্যক্তি কর্তৃক আলী ইবনে আব্বাসের প্রতি ন্যায়পরায়ণ আচরণ।
৯। নীচ প্রকৃতির মানুষের দ্বারা ঈর্ষা অথবা প্রতিহিংসার শিকার।
১০। উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নিজের জীবন দান করতে দ্বিধাবোধ না করা।
১১। খলিফার মহত্ত্ব অথবা ন্যায় বিচার।
মূলদিক : উপকারীর উপকার স্বীকার করা বা উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতি উপকার করা।
নমুনা সৃজনশীল প্রশ্ন :
১। ব্যবসায়িক পণ্য কিনতে এসে নিজের মূলধন হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে হাবিব মিয়া। খাবার খাওয়ার মতো টাকাও তার কাছে নেই। এ অবস্থায় তার সঙ্গে দেখা হয় একই গ্রামের মোবারক মৃধার। মোবারক মৃধা সেখানে কাজ করেন। মোবারক মৃধা হাবিব মিয়ার বিপদের কথা শোনে তাকে এক লাখ টাকা ধার দেয়। কথা হয় এই টাকা দিয়ে হাবিব মিয়া পণ্য কিনে বাড়িতে আসবেন এবং বাড়িতে এসে এক মাসের মধ্যে মোবারক মৃধার বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসবেন। কিন্তু হাবিব মিয়া কথা মতো কাজ করে না। ছয় মাস পর মোবারক মৃধা বাড়িতে এসে হাবিব মিয়ার কাছে গেলে সে টাকা নেওয়ার কথা অস্বীকার করে। হাবিব মিয়া বলে সে মোবারক মৃধা নামের কাউকে চিনেই না। মোবারক মৃধা তার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে।
ক. খলিফা শব্দের অর্থ কী?
খ. ‘আমি এত নীচাশয় ও স্বার্থপর নহি’- কেন বলা হয়েছে?
গ. উদ্দীপকে বর্ণিত মোবারক মৃধার সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে ‘প্রত্যুপকার’ গল্পের মূল বিষয়ের প্রতিফলন হয়েছে কি? যুক্তি দাও।
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
বহুনির্বাচনি প্রস্তুতি
১। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে কোনটি?
ক) ছায়াপথ খ) উল্কা
গ) মহাকাশ ঘ) নক্ষত্র
২। সূর্য একটি -
ক) নক্ষত্র খ) গ্রহ
গ) নীহারিকা ঘ) উল্কা
৩। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের কী বলে?
ক) গ্রহ খ) নক্ষত্র
গ) উপগ্রহ ঘ) গ্যালাক্সি
৪। পৃথিবীও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?
ক) প্রায় ৮ কোটি কি.মি.
খ) প্রায় ১২ কোটি কি.মি.
গ) প্রায় ১৩ কোটি কি.মি.
ঘ) প্রায় ১৫ কোটি কি.মি.
৫। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেন্টারাই খ) বুধ
গ) সূর্য ঘ) ট্রাইটন
৬। ছায়াপথ হলো-
i) গ্যালাক্সির ক্ষুদ্র অংশ
ii) একটি মাথা ও একটি লেজবিশিষ্ট
iii) আকাশ গঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। বিষুব রেখার আরেক নাম কী?
ক) মকরক্রান্তি খ) কর্কটক্রান্তি
গ) কুমেরুবৃত্ত ঘ) মহাবৃত্ত
৮। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেনটোরাই খ) বুধ
গ) পৃথিবী ঘ) ট্রাইটন
৯। পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাই-এর দূরত্ব কত?
ক) প্রায় ২ আলোক বর্ষ
খ) প্রায় ৩.৫ আলোক বর্ষ
গ) প্রায় ৪ আলোক বর্ষ
ঘ) প্রায় ৪.২ আলোক বর্ষ
১০। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
ক) প্রায় ৭ মি. ১৯ সে.
খ) প্রায় ৮ মি. ১৯ সে.
গ) প্রায় ৯ মি. ১৭ সে.
ঘ) প্রায় ৯ মি. ১৮ সে.
১১। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কি.মি.?
ক) ২ লাখ খ) ২.৫ লাখ
গ) ৩ লাখ ঘ) ৪ লাখ
১২। নিচের কোনগুলো নক্ষত্রমণ্ডলী?
i) সপ্তর্ষি মণ্ডল
ii) কালপুরুষ
iii) ক্যাসিওপিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক) নীহারিকা খ) ছায়াপথ
গ) উল্কা ঘ) ধূমকেতু
১৪। মাথা ও লেজবিশিষ্ট জ্যোতিষ্ককে কী বলে?
ক) ধূমকেতু খ) উল্কা
গ) ছায়াপথ ঘ) নীহারিকা
১৫। মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত?
ক) একশত কোটি খ) একশত মিলিয়ন
গ) একশত বিলিয়ন ঘ) এক বিলিয়ন
১৬। মহাকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
ক) উল্কা খ) তারকা
গ) ছায়াপথ ঘ) ধূমকেতু
১৭। হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?
ক) ৫৬ বছরে খ) ৭৬ বছরে
গ) ৮৬ বছরে ঘ) ৯৬ বছরে
১৮। সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল?
ক) ১৯১০ খ) ১৯২৬
গ) ১৯৭৬ ঘ) ১৯৮৬
১৯। গ্রহের বৈশিষ্ট্য হলো-
i) এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই
ii) এরা তারার মতো মিটমিট করে জ্বলে
iii) সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১গ ২ক ৩খ ৪ঘ ৫গ ৬খ ৭গ ৮ক ৯ঘ ১০খ ১১গ ১২ঘ ১৩খ ১৪ক ১৫গ ১৬ঘ ১৭খ ১৮ঘ ১৯গ।
