দশম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কম্পিউটার ও কম্পিউটার
ব্যবহারকারীর নিরাপত্তা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৬. কম্পিউটার গেম খেললে-
i. মানসিক ক্ষতি হতে পারে
ii. আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে
iii. আসক্ত হওয়ার সম্ভাবনা নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭. নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট?
ক) লিংকডইন খ) অ্যামাজন গ) ইয়াহু ঘ) গুগল
১৮. বিনামূল্যে ই-মেইল সেবা দেয়-
i. জি-মেইল ii. ফেসবুক iii. ইয়াহু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯. কুকিজের কারণে কী হয়?
ক) গতি বৃদ্ধি পায় খ) গতি কমে যায়
গ) স্থায়িত্ব উন্নতি হয় ঘ) ভালো কাজ হয়
২০. ভাইরাসের নামকরণ করা হয় কত সালে?
ক) ১৯৭৫ সালে খ) ১৯৭৬ সালে
গ) ১৯৮৩ সালে ঘ) ১৯৯০ সালে
২১. কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ?
ক) ম্যালওয়্যার খ) ডাউনলোড
গ) সফটওয়্যার ঘ) হালনাগাদ এন্টি ভাইরাস
২২. ইন্টারনেটের ব্রাউজারে ক্যাশ মেমোরিতে জমা হয়-
i. টেম্পোরারি ফাইল ii. কুকিজ iii. ই-ফাইল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩. হার্ডডিস্কের ধারণক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন?
ক) ডিস্ক ক্লিনআপ খ) ডিস্ক ফরম্যাট
গ) ডিস্ক রিমুভ ঘ) ডিস্ক ডিলিট
২৪. সফটওয়্যার ইনস্টল করার আগে কয়টি বিষয় লক্ষ করা প্রয়োজন?
ক) ১ খ) ২ গ) ৫ ঘ) ৬
২৫. কোন সফটওয়্যারটির ইনস্টল প্রক্রিয়া ভিন্ন ধরনের?
ক) মিডিয়া প্লেয়ার খ) উন্টারনেট ব্রাউজার
গ) ফটোশপ ঘ) অপারেটিং সিস্টেম
২৬. কিসের মাধ্যমে ইনস্টলকৃত সফটওয়্যার সম্পূর্ণ মুছে ফেলা যায়?
ক) ডিলিট খ) ইনস্টল গ) আনইনস্টল ঘ) লগআউট
২৭. অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে?
ক) A খ) B গ) C ঘ) D
২৮. অতি পরিচিত কিছু ভাইরাসের উদাহরণ-
i. ভিয়েনা ii. স্টোন iii. ট্রোজান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯. পাসওয়ার্ড তৈরির কাজটি কী ধরনের?
ক) সৃজনশীল খ) সহজ
গ) কম সময়ের কাজ ঘ) মহা জটিল
৩০. জটিল পাসওয়ার্ড গঠিত হয়-
i. সংখ্যা ii. বিশেষ চিহ্ন iii. বর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ ২১.ঘ ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.ঘ ২৬.ক ২৭.গ ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ।
