৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৮৬)
বাংলা ভাষা ও সাহিত্য
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. ‘উজান’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. পতন খ. কোমল
গ. ভাটি ঘ. নির্বার
২. ‘রাজলক্ষ্মী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
ক. গৃহদাহ খ. পথের দাবী
গ. চরিত্রহীন ঘ. শ্রীকান্ত
৩. সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. সংক্ষিপ্ত ও সহজবোধ্য
খ. কৃত্রিমতা বর্জিত
গ. পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট
ঘ. দেশি-বিদেশি শব্দের ব্যবহার
৪. নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে কোন গীতিকাটি জনপ্রিয় ছিল?
ক. দস্যু কেনারামের পালা
খ. দেওয়ানা মদিনা
গ. মহুয়া
ঘ. কাফনচোরা
৫. ‘পয়জার’ শব্দটির অর্থ কী?
ক. পাদুকা খ. পরাজয়
গ. পরিণয় ঘ. পর্যাপ্ত
৬. ‘জাফরানী রং পায়রা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. জহির রায়হান খ. শওকত ওসমান
গ. সুফিয়া কামাল ঘ. আহসান হাবীব
৭. চর্যাপদের কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন?
ক. কাহ্ন পা খ. লুই পা
গ. শান্তি পা ঘ. ভুসুকু পা
৮. আহমদ শরীফের প্রথম সম্পাদিত গ্রন্থ?
ক. লায়লী-মজনু খ. সাহিত্য সংস্কৃতি চিন্তা
গ. যুগ যন্ত্রণা ঘ. স্বদেশ চিন্তা
৯. প্রথাবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কে?
ক. আবু হোসেন খ. আহমদ শরীফ
গ. আহমদ ছফা ঘ. আহসান হাবীব
১০. ভাষার মূল উপাদান কী?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বাক্য ঘ. অক্ষর
১১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?
ক. প্রাচীন অবহট্ঠ খ. মাগধী প্রাকৃত
গ. গৌড়ীয় প্রাকৃত ঘ. মাগধী অপভ্রংশ
১২. সঠিক সন্ধি বিচ্ছেদ নয় কোনটি?
ক. মহা + অর্ঘ = মহার্ঘ
খ. রবি + ঈন্দ্র = রবীন্দ্র
গ. নে + অন = নয়ন
ঘ. মরু + উদ্যান = মরূদ্যান
১৩. ‘প্রপঞ্চ’ উপন্যাসটি কার লেখা?
ক. আবুল ফজল খ. রশীদ করিম
গ. হাসান আজিজুল হক ঘ. আবু জাফর শামসুদ্দীন
১৪. বাংলা ব্যাকরণের কোন অংশে ‘ণত্ব-বিধান ও ষত্ব-বিধান’ সম্পর্কে আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
১৫. ‘রাজাবলি’ গ্রন্থটি কার লেখা?
ক. রামরাম বসু খ. গোলকনাথ শর্মা
গ. চণ্ডীচরণ মুন্শী ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
১৬. ‘দলিল’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. তুর্কি
১৭. ‘পোস্টমাস্টার’ গল্পটি কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. শুদ্ধ বানান কোনটি?
ক. ফটোষ্ট্যাট খ. অনাথিনী
গ. ঐক্যতান ঘ. উপর্যুপরি
১৯. ‘ইতিহাসের রক্ত পলাশ’ গ্রন্থটি কার লেখা?
ক. সরদার জয়েন উদ্দিন
খ. মেজর আব্দুল জলিল
গ. আব্দুল গাফ্ফার চৌধুরী
ঘ. মেজর রফিকুল ইসলাম
২০. কোন শব্দের প্রত্যয় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিমাই খ. ঘরোয়া
গ. কেষ্টা ঘ. লেজুর
উত্তর : ১গ ২ঘ ৩গ ৪ঘ ৫ক ৬ঘ ৭ঘ ৮ক ৯খ ১০খ ১১গ ১২খ ১৩ঘ ১৪ক ১৫ঘ ১৬ক ১৭গ ১৮ঘ ১৯গ ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
