জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
গণিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
মো. কামরুজ্জামান
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮০। নিচের তথ্যগুলো লক্ষ্য কর :
i. ২০% লাভ করতে হলে দ্রব্যটি বিক্রয় মূল্য হবে ক্রয়মূল্যের ১১০%
ii. ক্রয়মূল্যের মূল্যে বিক্রয় করলে লাভ হবে ৫০%
iii. ৩০০ টাকার কোনো দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে ১০%
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii √ঘ. i, ii ও ii
শেফালি প্রতি ডজন ৬০ টাকা দরে ৮ ডজন এবং ৫০ টাকা দরে ১২ ডজন ডিম ক্রয় করে।
ওপরের তথ্যের আলোকে (৮১-৮৩) নম্বর প্রশ্নের উত্তর দাও :
৮১। শেফালি ২০ ডজন ডিম কিনেছে কত টাকায়?
ক. ১১৪০ খ. ১১২০
গ. ১১০০ √ঘ. ১০৮০
৮২। প্রতি ডজন ডিম বিক্রয় করায় ৬ টাকা লাভ হলে মোট কত টাকা লাভ হবে?
ক. ১০০ √খ. ১২০
গ. ১৩০ ঘ. ১৪০
৮৩। প্রতি ডজন ডিম কী দরে বিক্রয় করলে ডজনপ্রতি ৬ টাকা লাভ হবে?
ক. ৮৪ টাকা খ. ৯০ টাকা
√গ. ৯৬ টাকা ঘ. ১০২ টাকা
৮৪। আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতি প্রথম কত শতাব্দীতে প্রবর্তন করা হয়?
ক. অষ্টম শতাব্দীতে খ. দশম শতাব্দীতে
গ. পঞ্চদশ শতাব্দীতে √ঘ. অষ্টাদশ শতাব্দীতে
৮৫। দশমিক সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এর অব্যবহিত ডান অঙ্কের স্থানীয় মানের-
ক. দ্বিগুণ √খ. দশ গুণ
গ. একশ’ গুণ ঘ. দশ ভাগের এক ভাগ
৮৬। ১ নটিকেল মাইল = কত ফুট?
ক. ১০০০ ফুট খ. ৫০০০ ফুট
গ. ৬৮০০ ফুট √গ. ৬০৮০ ফুট
৮৭। ১ ইঞ্চি = কত সে. মি.?
ক. ২ সে. মি. √খ. ২.৫৪ সে. মি. (প্রায়)
গ. ১০ সে. মি. ঘ. ১২.৫৪ সে. মি. (প্রায়)
৮৮। ১ গজে কত মিটার?
ক. ০.৫ মিটার (প্রায়) √খ. ০.৯১৪৪ মিটার (প্রায়)
গ. ৫.৯১৪৪ মিটার (প্রায়) ঘ. ১০০ মিটার
৮৯। ১ মাইল = কত কি.মি.?
ক. ০.৫১ কি.মি. (প্রায়) খ. ১.১ কি.মি. (প্রায়)
√গ. ১.৬১ কি.মি. (প্রায়) ঘ. ২.১৬ কি.মি. (প্রায়)
৯০। ১ মিটারে কত ইঞ্চি?
ক. ১০ ইঞ্চি (প্রায়) খ. ১০০ ইঞ্চি (প্রায়)
গ. ৭৯.৩৭ ইঞ্চি (প্রায়) √ঘ. ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
৯১। ১ কি.মি. = কত মাইল?
ক. ০.২৬ মাইল (প্রায়) √খ. ০.৬২ মাইল (প্রায়)
গ. ০.৩৬ মাইল (প্রায়) ঘ. ১০.৬২ মাইল (প্রায়)
৯২। ১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত?
ক. ১ গ্রাম খ. ১ সেন্টিমিটার
√গ. ১ কিলোগ্রাম ঘ. ১ হেক্টোগ্রাম
৯৩। একটি চৌবাচ্চায় ৮০০০০ লিটার পানি ধরে। এর দৈর্ঘ্য ৪ মিটার ও প্রস্থ ১ মিটার হলে, এর উচ্চতা কত?
ক. ১ মিটার √খ. ২ মিটার
গ. ৪ মিটার ঘ. ৮ মিটার
৯৪। দোলা ৩০০০ গ্রাম ডাল কিনল। তার ডাল কেনার পরিমাণ-
i. কিলোগ্রামে এককে ৩ কিলোগ্রাম
ii. কুইন্টাল এককে ৩০ কুইন্টাল
iii. সেন্টিগ্রাম এককে ৩,০০,০০০ সেন্টিগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i √খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও iii
৯৫।
চিত্রে-
i. ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার
ii. ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার
iii. DAEF-এর ক্ষেত্রফল ২৪ বর্গমিটার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii √ঘ. ii ও iii
৯৬। ১ বর্গগজ-
i) ৯ বর্গফুট (ii) ৮১ বর্গফুট
(iii) ০.৮৪০ বর্গমিটার (প্রায়)
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii √গ. i, ও iii ঘ. i ও iii
৯৭। ১ কাঠা-
i) ৭২০ বর্গফুট (ii) ৮০ বর্গগজ
(iii) ৬৬.৮৯ বর্গমিটার (প্রায়)
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ও iii √ঘ. i, ii ও iii
শিমু ২৫২ ইঞ্চি এবং মমতাজ ১৮০ ইঞ্চি কাপড় কিনল।
ওপরের তথ্যের ভিত্তিতে ১১৬-১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
৯৮। মমতাজ কত গজ কাপড় কিনল?
ক. ২ গজ √খ. ৫ গজ
গ. ৮ গজ ঘ. ১০ গজ
৯৯। শিমু কত গজ কাপড় কিনল?
ক. ৫ গজ খ. ২৫ গজ
√গ. ৭ গজ ঘ. ২২ গজ
১০০। শিমু কত মিটার কাপড় কিনল?
√ক. ৬.৪০০৮ মিটার (প্রায়)
খ. ৭০ মিটার গ. ৬.৪০.৮ মিটার (প্রায়) ঘ. ৫০০ মিটার
১০১। শিমু মমতাজের চেয়ে কত গজ কাপড় বেশি কিনল?
ক. ১ গজ √খ. ২ গজ
গ. ৫ গজ ঘ. ১০.২ গজ
১০২। কোথায় রক্ষিত এক খণ্ড ‘প্লাটিনামের রড’-এর দৈর্ঘ্য ১ মিটার হিসেবে স্বীকৃত হয়েছে?
ক. লন্ডনের গ্রিনিচ শহরে √খ. প্যারিস মিউজিয়ামে
গ. মহাকাশ গবেষণা কেন্দ্রে ঘ. ঢাকা জাদুঘরে
[চলবে]
