একটু হাসি: ভিক্ষুকের অন্ধত্ব
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাড়ির বাসিন্দা : তুমি বলছ তুমি অন্ধ; কিন্তু আমি কীভাবে বুঝব তুমি চোখে দেখো না?
ভিক্ষুক : ওই যে দূরে একটা গরু ঘাস খাচ্ছে, আপনি কি তা দেখতে পাচ্ছেন?
বাড়ির বাসিন্দা : হ্যাঁ, দেখতে পাচ্ছি।
ভিক্ষুক : আমি দেখতে পাচ্ছি না।
