|
ফলো করুন |
|
|---|---|
মধ্যরাতে বাসে ডাকাত দল হানা দিয়েছে। যাত্রীদের মারধর করে লুটপাটের সময় ডাকাত সর্দার এক নারী যাত্রীকে বলছে: ডাকাত সর্দার : নাম কী?
নারী : জরিনা।
ডাকাত সর্দার : আমার বোনের নামও জরিনা। যাহ, তোকে মাফ করে দিলাম।
এরপর ডাকাত সর্দার গেল এক লোকের কাছে, ‘তোর নাম কী?’
উত্তরে লোকটি বলল, ‘আমার নাম আবুল। তবে বন্ধু-বান্ধব আদর করে জরিনা বলে ডাকে!’
