Logo
Logo
×

উপসম্পাদকীয়

একটু হাসি: অতিথি আপ্যায়ন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একটু হাসি: অতিথি আপ্যায়ন

অনেক দিন পর বাড়িতে একজন মেহমান এসেছেন।

বাড়ির মালিক : তা কেমন আছেন, অনেক দিন পর এলেন, আজ তো আর থাকবেন না, আবার কবে আসবেন?

মেহমান : অনেক দিন পর এলাম, যেতে তো আর দেবেন না, লুঙ্গিটা দিন, গোসলটা সেরেই আসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম