Logo
Logo
×

দৃষ্টিপাত

বদরুদ্দীন উমর

এক অনন্য আলোকবর্তিকার নীরব বিদায়

Icon

সুরাইয়া বিনতে হাসান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক অনন্য আলোকবর্তিকার নীরব বিদায়

ছবি: সংগৃহীত

চলে গেলেন বদরুদ্দীন উমর। যিনি ছিলেন প্রগতিশীল চিন্তার এক অনন্য দিশারি, বামপন্থি তাত্ত্বিক ও নির্ভীক বুদ্ধিজীবী। ৯৩ বছরের দীর্ঘ জীবনের শেষ প্রহর পর্যন্ত তিনি ছিলেন এক আলোকবর্তিকা। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এই মানুষটি ভাষা আন্দোলনের দিনগুলোতে তরুণ প্রজন্মের কাছে ছিলেন সাহসের প্রতীক। পরবর্তী সময়ে তিনি যেভাবে সাম্য, ন্যায় ও প্রগতিশীলতার পক্ষে নিরলসভাবে লিখেছেন ও লড়াই করেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

প্রতিটি সমাজে কিছু মানুষ থাকেন, যারা সাধারণ নন। তারা পথ দেখান, সাহস দেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখান। বদরুদ্দীন উমর ছিলেন তেমনই একজন মানুষ। তিনি মানুষ ও সমাজকে ভেবেছেন। তার লেখা বইগুলোয় আমরা পাই মুক্তচিন্তার আহ্বান, নতুন সমাজ গড়ার স্বপ্ন, আর নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ। তাকে যারা একবার কাছ থেকে দেখেছেন বা তার কথা শুনেছেন, তারা জানেন তিনি কতটা নিরহংকারী, সহজ-সরল অথচ অদম্য এক মানুষ ছিলেন। তার মৃত্যুতে শূন্যতা শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, আমাদের হৃদয়েও। আমরা হারালাম এমন এক শিক্ষক, যিনি আমাদের বারবার শিখিয়েছেন সাহসী হতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। তিনি আজ আমাদের মাঝে নেই; কিন্তু তার স্বপ্ন, চিন্তা ও জীবনদর্শন আমাদের পথ দেখাবে আগামী দিনেও। বদরুদ্দীন উমর থাকবেন আমাদের ভেতরে, প্রতিটি ন্যায়ের লড়াইয়ে, প্রতিটি মুক্তির স্বপ্নে।

-শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম