বিশ্বায়ন প্রক্রিয়ায় প্রযুক্তি ও ইংরেজি ভাষার গুরুত্ব
এম এ হামিদ খান
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বায়ন বহুল আলোচিত একটি বিষয়। বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক, সাহায্য-সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হলেও দরিদ্র এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো এর সুফল থেকে বঞ্চিত। মূলত ধনী রাষ্ট্রগুলোই এর সিংহভাগ সুযোগ-সুবিধা ভোগ করছে। বিশ্বব্যাপী অর্থ লেনদেন এখন কম্পিউটারের মাউসে চাপ দেয়ার ব্যাপার মাত্র। আর এভাবেই কম্পিউটার আজকের বিশ্বে পরিবর্তন এনেছে। তাই বলা যায়, বিশ্বায়ন আধুনিক প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল। উন্নত প্রযুক্তির কারণেই বিশ্বায়নের দ্রুত বিকাশ ঘটছে। আধুনিক তথ্যপ্রযুক্তির কারণেই বিশ্বের যে কোনো স্থানে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারছি।
বিশ্বায়নের অন্যতম মূলশক্তি তথ্যপ্রযুক্তির কারণেই আমরা ব্যবসা-বাণিজ্য ছাড়াও চিত্তবিনোদনের সুবিধা ভোগ করতে পারছি। আধুনিক তথ্যপ্রযুক্তি মানুষের প্রাচীন বিশ্বাস ও কুসংস্কারের পরিবর্তন ঘটিয়ে তাকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক হতে সাহায্য করে। বিশ্বায়নের সুফল পেতে হলে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করা জরুরি। এজন্য স্পষ্টতই প্রয়োজন একটি কমন ভাষার। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে ইংরেজি শুধু ব্রিটিশ বা আমেরিকানদের ভাষা নয়; বরং এটি পৃথিবীর মানুষের ভাষা। বিশ্বায়নের ফলেই এমনটি হয়েছে। বিশ্বায়নের সুফল পেতে হলে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি ইংরেজি ভাষাকেও গুরুত্ব দিতে হবে।
prof.hkjan@gmail.com
