রাস্তা প্রশস্ত করা জরুরি
সৈয়দ রবিউস সামস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার খিলগাঁও থানাধীন মেরাদিয়ার ভুঁইয়াপাড়ায় অবস্থিত মনিরউদ্দিন লেন একটি সরু রাস্তা, যা ভুঁইয়াপাড়ার শেষ মাথার রিকাব ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে রামপুরা-বনশ্রীর ই ব্লকের ৭নং রাস্তার সঙ্গে মিশেছে। বনশ্রীর সঙ্গে মিশে যাওয়ায় সংযোগ সড়ক হিসেবে এলাকাবাসীসহ আশপাশের হাজারো মানুষ রাস্তাটি নিয়মিত ব্যবহার করে থাকে। এ এলাকার প্রধান সমস্যা হচ্ছে এ ৭০০ ফুট দৈর্ঘ্য সরু রাস্তা, যা প্রস্থে কোথাও ৬ ফুট, কোথাও ৯ ফুট, কোথাও বা ১১ ফুট। আগুন লাগলে বা কোনো এ প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে এ সরু রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স বা ওয়াসার পানিবাহী গাড়ি ঢোকা অসম্ভব। দুটি রিকশা দূরে থাক, একটি রিকশা আরেকটি রিকশাকে পাশ কাটিয়ে চলতে গেলে ধাক্কা লাগার মতো অবস্থা হয়। এমন সরু রাস্তায় একদিক (বনশ্রী প্রান্ত) থেকে একটি প্রাইভেট কার ঢুকলে অন্যদিক দিয়ে বের হওয়া যায় না; বরং উল্টোদিক দিয়ে বের হওয়ার সময় রাস্তা অচল হয়ে পড়ে।
সরু রাস্তা বিধায় বচসা এবং ঝগড়াঝাঁটি নিত্যদিনকার ঘটনা, যা পরিণামে রূপ নেয় যানজটের। ফলাফল জনসাধারণের চরম ভোগান্তি। এ দৃশ্য বছরের পর বছর দেখে আসছেন এ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। উল্লেখ্য, রাস্তাটির দু’পাশে এখনো বহুতল ভবন নির্মিত হয়নি। রয়েছে কিছু খালি জায়গা, টিনের বাড়ি, রিকশা গ্যারেজ, দোকান এবং আবাসিক ভবন ও আঙিনার দেয়াল। ফলে রাস্তাটি খুব অনায়সে প্রশস্তকরণের সুযোগ রয়েছে।
অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, এলাকার জনসাধারণের চলাচলের সুবিধা এবং নির্বিঘ্নে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ও ওয়াসার পানিবাহী গাড়ি প্রবেশ-সুবিধার কথা বিবেচনা করে মনিরউদ্দিন লেন সংযোগ সড়কটি ১৫ ফুট প্রশস্ত করার দ্রুত উদ্যোগ নেয়া হোক।
মনিরউদ্দিন লেন, খিলগাঁও
radiadhk@gmail.com
