তৃণমূলে জনচাহিদা
ব্রিজ প্রয়োজন
মিজানুর রহমান
প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যমুনার শাখা তীরে গড়ে ওঠা জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন ঐতিহ্যবাহী একটি অঞ্চল হলো ৩নং মাহমুদপুর ইউনিয়ন। কালপরিক্রমায় আজ মাহমুদপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার স্বকীয়তা সমুজ্জ্বল রেখেছে। আজিজপুর, চরগোবিন্দী, কাজলা, একতা, ব্রহ্মোত্তর, কাঠমা, হাড়গিলা এসব এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মাহমুদপুর বাজারে চলাফেরা করেন। প্রয়োজনীয় সব জিনিস ক্রয় করতে মাহমুদপুর বাজারে আসতে হয় তাদের। এক কথায়, উক্ত এলাকার যত মানুষ আছে-তাদের একটি মাত্র রাস্তা দিয়ে মাহমুদপুর বাজারে ঢুকতে হয়। এছাড়া হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিন মাহমুদপুর ইউনিয়নের স্কুল-কলেজ-মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে পড়ালেখা করে। সবার চলাফেরা নিশ্চিত করার জন্য চর মাহমুদপুর রাস্তার মোড়ে ব্রিজ চাই।
এ ইউনিয়নে বড় বড় কাজ হলেও প্রায় এক যুগ হয়ে গেল ব্রিজ করার জোরালো দাবির দিকে কেউ নজর দিচ্ছে না। বন্যা এলে আমাদের দুর্ভোগের অন্ত থাকে না। কাঠ, বাঁশ, লোহা ও টাকাপয়সা ইত্যাদি সংগ্রহ করে প্রতি বছর বন্যার সময় আমাদের কাঠের ব্রিজটা সংস্কার করা হয়। ব্রিজ নির্মাণ করে হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব করা হবে, এটাই প্রত্যাশা।
ইমাম, মসজিদ আল-আনাস (রা.)
জিজান, সৌদি আরব
