শীতার্তদের বিলিয়ে দিই উষ্ণ ভালোবাসা
ইমাম হোসেন
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে শীতের আগমন। এখন দেশজুড়ে শীত। বইছে শৈত্যপ্রবাহ। শীতের দাপট ক্রমেই বাড়ছে। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের মানুষ। অসহায় দরিদ্র মানুষ, বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই। ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বস্তিতে অবস্থান করা হতদরিদ্র মানুষের দিকে তাকালেই অনুভব করা যায়, তাদের কষ্ট ও যন্ত্রণা।
বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যরে ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব। মানুষ তো মানুষেরই জন্য। মানুষের পাশে দাঁড়ানো মানবতার ধর্ম। আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ রয়েছে, তাদের অনেকেরই শীত নিবারণ করার মতো গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা সামর্থ্যবানরা ইচ্ছা করলেই পারি এ অসহায় মানুষের পাশে দাঁড়াতে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’ একজন মানুষের জীবন তখনই সার্থক হয়, যখন সে মানবসেবায় নিজেকে বিলিয়ে দেয়।
শীতের আগেই অনেকেই দামি দামি শীতবস্ত্র কিনে থাকেন। অথচ রাস্তার পাশে থাকা মানুষটাকে একটা কমদামি শীতবস্ত্র কিনে দিলে হয়তো বেঁচে যাবে তার প্রাণ। তাই আমাদের তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুধু সরকার নয়, সমাজের বিত্তবানদেরও এ কাজে এগিয়ে আসতে হবে। সবার নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসা উচিত। কিছু কিছু সামাজিক সংগঠন প্রতিবছর অল্প কিছু সাহায্য করে থাকে। এ সংগঠনগুলো পুরোনো কাপড় সংগ্রহ করে শীতার্তদের মধ্যে বিতরণ করে। তাই আসুন, আমরা মানবিক মূল্যবোধ থেকে সবাই মিলে শীতে ফুটপাতে বা খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায় ছিন্নমূল মানুষের পাশে সামর্থ্যরে ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করি। শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসা বিলিয়ে দেওয়ার আনন্দ অনুভব করি।
মীরসরাই, চট্টগ্রাম
