Logo
Logo
×

দৃষ্টিপাত

প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করুন

Icon

মো. জামিল বাসার

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ফাউন্ডেশন। প্রাথমিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা কল্পনা করা যায় না। নিরক্ষরতা দূর করতেও প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। প্রত্যেকেরই শিক্ষার হাতেখড়ি হয় প্রাথমিক শিক্ষাতেই। যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে তাই প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হচ্ছে-আমাদের দেশে বাজেট প্রণয়নের সময় প্রাথমিক শিক্ষাকে ধারাবাহিকভাবে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় অপর্যাপ্ত বাজেট এবং শিক্ষকদের অপর্যাপ্ত বেতন প্রদান করা হয়। বিশ্বায়নের এ যুগে শিক্ষা খাতকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের বড় বড় শিক্ষাবিদ তথা জাতীয় অধ্যাপকদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করে সে মোতাবেক শিক্ষা খাত পরিচালিত হওয়া দরকার। একটি সভ্য জাতি গঠনে একাডেমিক শিক্ষার বিকল্প নেই। আর একটি সুশিক্ষিত, সুনাগরিক জাতি গঠনের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা। অতএব, সরকারের উচিত প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে প্রাথমিক শিক্ষায় অধিক নজর দেওয়া।

শিক্ষক, ধনবাড়ী টাঙ্গাইল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম