পৃথিবী রক্ষার উপায় হোক বৃক্ষ
সাইদুল কবির স্বাধীন
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাছ বা বৃক্ষ আমাদের কতটা কাজে আসে? এ নিয়ে চিন্তা করলে স্বাভাবিকভাবে প্রথমে যেটি মাথায় আসে, সেটি হলো বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণের মাধ্যমে আমরা বেঁচে থাকি। আবার দালানকোঠা, আসবাবপত্র, কাগজ তৈরি থেকে শুরু করে জ্বালানি হিসাবেও আমরা বৃক্ষ ব্যবহার করে থাকি। যদিও বৃক্ষের গুরুত্বকে আমরা আমলে নেই না। কারণ গাছ কাটার মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার পরও অবাধে চলছে বৃক্ষ নিধন। আমরা জানি, পুরো পৃথিবীর তিন ভাগের দুই ভাগই হলো জল ও বাকি একভাগ স্থল। সেই এক ভাগের শতকরা ত্রিশ শতাংশই হচ্ছে বন, যা এক সময় আরও অনেক বেশি ছিল। এসব দিক বিবেচনা করে বৃক্ষ নিধন বন্ধের মাধ্যমে পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে। পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীকে আবারও সবুজ করে তুলতে হবে। তাই আসুন বৃক্ষরোপণ করি, পৃথিবীকে রক্ষা করি।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
