Logo
Logo
×

দৃষ্টিপাত

হেপাটাইটিস-বি থেকে সাবধান

Icon

মো. মাসুদ রানা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হেপাটাইটিস-বি থেকে সাবধান

হেপাটাইটিস

হেপাটাইটিস একটি মারাত্মক সংক্রামক রোগ, যা বিভিন্ন ভাইরাস যেমন হেপাটাইটিস-এ, বি, সি, ডি এবং ই-এর সংক্রমণে হয়ে থাকে। এদের মধ্যে হেপাটাইটিস-বি বহুল পরিচিত এবং এর সংক্রমণ দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি করে।

এমনকি প্রদাহ সৃষ্টি না করেও দীর্ঘমেয়াদে মানুষের লিভারে অবস্থান করতে পারে। এভাবে দীর্ঘমেয়াদি প্রদাহ হতে থাকলে লিভারের গাঠনিক পরিবর্তন হয় এবং লিভারের কার্যক্ষমতা কমে লিভার সিরোসিস হয়।

লিভারের ভেতর বিলোরুবিন নামক অণু প্রক্রিয়াজাত হয়, যা লিভার প্রদাহের সময় রক্তে বেরিয়ে আসে এবং ছড়িয়ে পড়ে। এ কারণে লিভার প্রদাহে আক্রান্ত ব্যক্তির চোখ, জিহ্বা, ত্বক এবং প্রস্রাব হলুদ হয়, যাকে আমরা জন্ডিস বলি।

আর হ্যাঁ, জন্ডিস মূলত কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। যেসব কারণে জন্ডিস হয়ে থাকে, তার মধ্যে প্রধান হল, ভাইরাল হেপাটাইটিসজনিত লিভার প্রদাহ। এছাড়া অন্যান্য কিছু সাধারণ কারণ হল- হিমোলাইটিক এনেমিয়া, ডি-কম্পেনসেটেড লিভার সিরোসিস, লিভার ফেইলিউর, পিত্তথলি ও পিত্তনালীর পাথর এবং পিত্তনালী ও প্যানক্রিয়াসের প্রদাহ ও ক্যান্সার।

প্রতি বছর ১৩ লাখ মানুষ হেপাটাইটিসজনিত কারণে মারা যায়, যার মধ্যে ৬৬% হেপাটাইটিস-বি ভাইরাসজনিত। যেসব কারণে ‘বি’ ভাইরাস ছড়ায়, তা হল- দূষিত রক্ত গ্রহণ, দূষিত সিরিঞ্জ ব্যবহার, সেলুনে দূষিত ব্লেড ব্যবহার, অপরিশোধিত যন্ত্রপাতি দিয়ে অস্ত্রোপচার ও দাঁতের চিকিৎসা, দূষিত সুই দিয়ে শরীরে ট্যাটু করালে, আক্রান্ত মা থেকে শিশুতে এবং অনিরাপদ যৌন মিলন ইত্যাদি।

হেপাটাইটিস প্যানেলের মধ্যে ‘বি’ ভাইরাস সবচেয়ে বেশি মারাত্মক ও দীর্ঘমেয়াদি। তাই আমরা যারা এখনও রক্ত পরীক্ষা করিনি, দ্রুত রক্ত পরীক্ষা করে রক্তে ‘বি’ ভাইরাসের উপস্থিতি-অনুপস্থিতি জেনে নেয়ার পর যথানিয়মে ‘বি ভ্যাকসিন’ গ্রহণ করতে এবং অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

হেপাটাইটিস বি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম