|
ফলো করুন |
|
|---|---|
ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাণিজ্য- কেন্দ্র হিসাবে ঢাকার বেশ খ্যাতি ছিল ইউরোপীয়দের কাছে। ইউরোপীয় নানা দেশের, নানা জাতের বণিকরা এসে ভিড় জমাত ঢাকায়, গড়ে তুলত নিজস্ব আস্তানা। বাদ যায়নি স্কটল্যান্ডের বণিকরাও। তারা নিজেদের মতো করে একটি বসতি গড়ে তুলেছিল ঢাকার বুকে এবং স্থাপন করেছিল একটি স্কটিশ চার্চও। স্থানীয়রা স্কটিশদের বসতির জায়গাটিকে বলত ইস্কাটন, যা আজও এ নামে পরিচিত। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
