Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, জোড়পুল লেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা : এলাকার নামকরণ, জোড়পুল লেন

এক সময় ঢাকা শহরে অনেক খাল ছিল। স্থলপথে যাতায়াতকারী পশু, গাড়ি এবং অন্যান্য স্থলযান খাল পারাপারে পুল ব্যবহার করত। ফকিরাপুল, চানখাঁরপুল, হাতিরপুল, লোহারপুল সে সাক্ষ্যই দেয়। মদনমোহন বসাক রোড এবং লালমোহন সাহা স্ট্রিটে যাতায়াতে পাশাপাশি নির্মাণ করা হয় দুটি পুল, যাকে লোকেরা বলত জোড়াপুল। পাঁচ ভাই ঘাট লেনের নিকটবর্তী এ জোড়াপুল থেকেই জোড়পুল লেন নামটির উৎপত্তি। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম