Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, কামরাঙ্গীরচর

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বুড়িগঙ্গা নদীর তীরঘেঁষে গড়ে ওঠা একটি চর হলো কামরাঙ্গীরচর। কল্পিত ইতিহাস লেখকদের মতে, ‘কামরাঙ্গী’ নামক মহিলার নাম থেকেই নাকি এ রকম নামকরণ, যা নিতান্তই কল্পনাপ্রসূত। আসলে এ এলাকাটি আগে চান্দখান বা হাঁসুলী ও বাগে চান্দখান নামে পরিচিত ছিল। চান্দখান ঈসা খানের অধস্তন, যার নামে চানখাঁরপুল নামকরণ। কামরাঙ্গী শব্দটি আরবি ‘কমর’ শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হলো চাঁদ। নদীতীরবর্তী এ চর থেকে পানিতে চাঁদের বা ‘কমরে’র বিম্ব আলো ঝলমল তথা রঙিন হয়ে ওঠা থেকেই কামরাঙ্গী শব্দের উৎপত্তি বলে আমরা মনে করি। এটি বর্তমানে একটি থানা। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম