Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, ছোট মগবাজার

Icon

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকায় মগবাজার, বড় মগবাজার ও ছোট মগবাজার নামে আলাদা আলাদা স্থান ছাড়াও মগটোলা নামে মগসংশ্লিষ্ট আরেকটি স্থান রয়েছে। ছোট মগবাজার তেজগাঁও থানার অধীন। ঢাকায় ১৬৩৮, ১৬৬৬ সালে এবং উনিশ শতকে মগ বসতি স্থাপিত হয়। শেষোক্তদের সর্দার ছিলেন কিং ব্রিং। তার সঙ্গে ছিল ৫০ জন মগ আশ্রয়প্রার্থী। ইংরেজ সরকার তাদের ১২ টাকা ভাতা দিত এবং তারা তেজগাঁওয়ে বসতি স্থাপনের অনুমতি পায়। বড় মগবাজার স্থাপনের পর ক্ষুদ্র্র গ্রুপের মগ বসতি হওয়ায় লোকে এটিকে ছোট মগবাজার বলে ডাকত। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম