Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, ইংলিশ রোড

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকার তাঁতিবাজার মোড় থেকে নবাবপুর রোড ও জনসন রোডের সংযোগ রাস্তাটি ইংলিশ রোড নামে পরিচিত। ব্রিটিশ শাসনামলে গৎ. ওহমষবং নামে ঢাকার একজন বিভাগীয় কমিশনার ছিলেন। তারই নামানুসারে ‘ইংলেস’ রোডের নামকরণ হয়। কিন্তু জনসাধারণ নামটিকে কখনো ইংলেস রোড নামে না ডেকে সরলীকরণ করে ডেকে থাকে ইংলিশ রোড। এভাবেই একজন ব্যক্তি ‘ইংলেস’ পাবলিকের মুখে হয়ে গেলেন ইংলিশ। এটি কোতোয়ালি থানাধীন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ৭১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম