Logo
Logo
×

বাতায়ন

স্মরণ: পিওতর ইলিচ চাইকভ্স্কি

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পশ্চিমা ধ্রুপদী সুরকার পিওতর ইলিচ চাইকভ্স্কি ১৮৪০ সালের ৭ মে রাশিয়ার ভোত্কিনস্কে জন্মগ্রহণ করেন। তিনি ১০০-রও বেশি গান ও পিয়ানোবাদন-যন্ত্রসংগীত রচনা করেছেন। চাইকভ্স্কির সংগীত সুরময়, এতে হার্মোনির ব্যবহার চমৎকার, অর্কেস্ট্রায়ন বর্ণময়। এ সবকিছু শ্রোতার মনে গভীর দোলা দেয়। চাইকভ্স্কির সংগীত সাধারণ মানুষের কাছে সব সময়ই আদৃত হয়েছে। তিনি প্রথম রুশ সুরকার, যিনি বিশ্ব পর্যায়ে পরিচিতি লাভ করেন। তিনি ১৮৯৩ সালে মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম