|
ফলো করুন |
|
|---|---|
পশ্চিমা ধ্রুপদী সুরকার পিওতর ইলিচ চাইকভ্স্কি ১৮৪০ সালের ৭ মে রাশিয়ার ভোত্কিনস্কে জন্মগ্রহণ করেন। তিনি ১০০-রও বেশি গান ও পিয়ানোবাদন-যন্ত্রসংগীত রচনা করেছেন। চাইকভ্স্কির সংগীত সুরময়, এতে হার্মোনির ব্যবহার চমৎকার, অর্কেস্ট্রায়ন বর্ণময়। এ সবকিছু শ্রোতার মনে গভীর দোলা দেয়। চাইকভ্স্কির সংগীত সাধারণ মানুষের কাছে সব সময়ই আদৃত হয়েছে। তিনি প্রথম রুশ সুরকার, যিনি বিশ্ব পর্যায়ে পরিচিতি লাভ করেন। তিনি ১৮৯৩ সালে মৃত্যুবরণ করেন।
