|
ফলো করুন |
|
|---|---|
মুর্শিদকুলি খানের জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খানের (১৭২৭-১৭৩৯) সময় ১৭৩০ সালে কাশ্মীর থেকে শাহ আবদুর রহিম রিজভী নামে একজন ইসলাম প্রচারক ঢাকায় আগমন করেন এবং দ্বীনের প্রচার কাজ চালাতে থাকেন। তিনি জনসমাজে ‘মিয়া সাহেব’ নামে পরিচিতি পান এবং তার বসত এলাকাসহ একটি এলাকা ‘মিয়া সাহেব ময়দান’ নামে পরিচিতি পায়। ১৭৪৫ সালে তার মৃত্যুর পর থেকে তার বংশধররা সেই এলাকায় বসবাস করে আসছেন। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
