Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, মিয়া সাহেব ময়দান

Icon

প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুর্শিদকুলি খানের জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খানের (১৭২৭-১৭৩৯) সময় ১৭৩০ সালে কাশ্মীর থেকে শাহ আবদুর রহিম রিজভী নামে একজন ইসলাম প্রচারক ঢাকায় আগমন করেন এবং দ্বীনের প্রচার কাজ চালাতে থাকেন। তিনি জনসমাজে ‘মিয়া সাহেব’ নামে পরিচিতি পান এবং তার বসত এলাকাসহ একটি এলাকা ‘মিয়া সাহেব ময়দান’ নামে পরিচিতি পায়। ১৭৪৫ সালে তার মৃত্যুর পর থেকে তার বংশধররা সেই এলাকায় বসবাস করে আসছেন। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম